সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ও ৬

অভিজ্ঞতা ছাড়াই ডাচ বাংলা ব্যাংকে চাকরি, বেতন ৪৫ হাজার - জানা জরুরি

ডাচ বাংলা ব্যাংক - জানা জরুরি  প্রবেশনারি অফিসার নেবে বেসরকারি ডাচ-বাংলা ব্যাংক। যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এমবিএ (বিআইবিএম), বিএসসি ইঞ্জিনিয়ারিং (বুয়েট/রুয়েট/কুয়েট/চুয়েট), বিবিএ (আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়)। প্রার্থীর কমপক্ষে তিনটি প্রথম বিভাগ/সমমান জিপিএ থাকতে হবে। কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর। প্রার্থীকে কম্পিউটার, বাংলা ও ইংরেজিতে দক্ষ হতে হবে। দেশের যেকোনো স্থানে কাজের মানসিকতা রাখতে হবে। বেতন ৪৫,০০০/ (১ বছর প্রবেশন পিরিয়ড পর্যন্ত)। প্রার্থীকে ব্যাংকের ওয়েবসাইট   https://app. dutchbanglabank.com/Online_Job/ -এর মাধ্যমে আবেদন করতে হবে।

বাংলাদেশকে সুখবর দিয়ে গেলো ফেসবুক - Jana Joruri

ফেইসবুক - জানা জরুরি  ঘরে বসে বিশ্বের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার অন্যতম বড় মাধ্যম এখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। বিশ্বজুড়েই এর ব্যবহারকারীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি নিয়োগ দেয়ার ঘোষণা এসেছে ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে। সেইসঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন মেনে চলতে ফেসবুকের থেকে পূর্ণ সম্মতি পাওয়া গেছে। গতকাল সোমবার ঢাকায় বিটিআরসি মিলনায়তনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে ফেসবুকের উচ্চ পর্যায়ের ৮ সদস্যের প্রতিনিধিদলের একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি নিয়োগের বিষয়টি জানায় ফেসবুকের প্রতিনিধিদলটি।

ঘরে বসেই এখন সংশোধন করা যাবে এনআইডি - জানা জরুরি

nid-card-songsodhon-Jana Joruri  জাতীয় প্ররিচয়পত্র (এনআইডি) সেবা ভোগান্তি কমাতে নতুন নিয়ম করছে নির্বাচন কমিশন (ইসি)। এ নিয়মে ক ,খ ও গ এই তিন ক্যাটাগরি করে এনআইডি সংশোধন করা হবে। ফলে ঘরে বসে অনলাইনে আবেদন করে এনআইডি সংশোধন আবেদনের সর্বশেষ আবস্থান জানা যাবে। এ বিষয়ে জাতিয় নিবন্ধন অণুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, আমরা এনআইডি সেবাকে আধুনিক করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। যেগুলো ছোট কারেশন সে গুলো গ, কাটাগরিতে ফেলে দ্রুত থানা আফিস সংশোধন করে দিবে। ছোট সংশোধণের জন্য ঢাকায় পাঠাতে হবে না। সেগুলো তারায় সংশোধন করে দিবে। একটু জটিল সেগুলো খ ক্যাটাগরিতে রয়েছে। সে গুলো সংশোধন করতে সর্বচ্চ বিভাগীয় অফিসে আসবে।  এগুলো ঢাকায় পাঠাতে হবে না। আ র যেগুলো জটিল সেগুলো ক, ক্যাটাগরিতে ফেলানো হবে সেগুলো হচ্ছে, পুরো নামের পরিবর্তন ও বয়েসের বড় পরিবর্তন অথ্যাৎ যেটা জটিল কাজ সেগুলো ঢাকায়ায় পাঠাতে হবে। এগুলো এনআইডি উইং দেখবে। ইসি কর্মকর্তারা জানান, ইসি নতুন একটি সফটওয়ার চালু করছে । এ সফটওয়ার চালু হলে অটমেটি ফাইল চলে যাবে সব অফিসে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নাগরিকরা সেব

ফেসবুকে প্রোফাইল বা পেজ ভেরিফাই করবেন যেভাবে - জানা জরুরি

ফেইসবুক ভেরিফাই - জানা জরুরি  Facebok অনেকে প্রোফাইল বা পেজের নামের পাশে নীল বৃত্তাকারে সাদা টিক চিহ্ন থাকে ! কিন্তু কেন? এমন প্রশ্ন মনে হতে পারে। কারণ সবার নামের পাশে তো এমনটি নেই। ফেসবুকে নীল বৃত্তাকারে সাদা এই টিক চিহ্নকে বলা হয় ব্লু ব্যাজ। যথাযথ নিয়ম অনুসরণ করে প্রোফাইল বা পেজ ‘ভেরিফাই’ করলে এই ব্লুজ পেজ পাওয়া যায়। প্রোফাইল বা পেজের সত্যতা নিশ্চিতকরণ ও গ্রহণযোগ্যতা বাড়াতে দীর্ঘদিন ধরেই এই সুবিধা দিচ্ছে ফেসবুক। ফেসবুকে প্রোফাইল বা পেজ ভেরিফাই করবেন যেভাবে- - প্রথ মে এই ঠিকানায় প্রবেশ করুন।   - এরপর পেজ বা প্রোফাইল নির্বাচন করুন।  - প্রোফাইল হলে নির্ধারিত বক্সে প্রোফাইলে লিংক দিন।   - অফিসিয়াল আইডি (যেমন- পাসপোর্ট,জাতীয় পরিচয়পত্র, ফোন বা ইউটিলিটি বিল ইত্যাদি) এর স্ক্যান কপি।   - অফিসিয়াল পেজের লিঙ্ক দিন।   - Additional Information  কেন ভেরিফাই করতে চান তা উল্লেখ করুন।   - এবার Send বাটনে ক্লিক করে সাবমিট করুন।  কয়েক মিনিটের মধ্যেই আপনার আবেদনের অবস্থা জানাবে ফেসবুক।

ফেসবুক হ্যাক হওয়ার কারণ গুলো..?? - জানা জরুরি

ফেইসবুক - জানা জরুরি  বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকের অন্যতম। এর গ্রাহক সংখা দিন দিন বেড়েই চলছে। তবে অনেকেই ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড হ্যাক হওয়ার অভিজ্ঞতার মধ্যে পড়েছেন। বিভিন্ন কারণেই ফেসবুক আইডির পাসওয়ার্ড চলে যেতে পারে অন্যের নিয়ন্ত্রণে। চলুন জেনে নেই ফেসবুক পাসওয়ার্ড হ্যাক হওয়ার কিছু কারণ সম্পর্কে-  ১. একাউন্ট ফিশিং: এই প্রক্রিয়ায় হ্যাকার আপনাকে বিভিন্নভাবে লিংক পাঠাবে। হতে পারে ফেসবুক ম্যাসেজে কিংবা আপনার ইমেইলে। অবিকল ফেসবুক থেকে আসা নোটিফিকেশনের মতই লিংক আসে। ব্যবহারকারীরা বুঝতেই পারেন না আসলে এসব ফেসবুকের না। একে বলা হয় ফিশার ওয়েব। অবিকল দেখতে একটি ওয়েবসাইটের মতো হলেও আসলে তা নয়। ফলে যদি ফেসবুক ভেবে লগ ইন করেন তাহলেই আইডি খোয়া যাবে আপনার।  ২. সাইবার ক্যাফেতে লগ ইন: অনেকে শুধু মোবাইলেই ফেসবুক চালাতে অভ্যস্ত। মাঝেমধ্যে কম্পিউটারে বসেন কেবল বিভিন্ন সমস্যার সমাধান করতে। এসব ক্ষেত্রে যারা পাবলিক কম্পিউটার যেমন- সাইবার ক্যাফেতে যান, অনেক সময় তারা একাউন্ট লগ আউট করতে ভুলে যান। অথবা অনেকেই লগ ইন করার সময়ে খেয়াল করেন না রিমেম্বার পাসওয়ার্ড দেয়া রয়েছে। এভাবে আ

আপনার স্মার্টফোন স্লো হয়ে গেলে যা করবেন - জানা জরুরি

স্মার্টফোন টিপস - জানা জরুরি   আপনার স্মার্টফোন স্লো হয়ে গেছে? ভাবছেন যখন ফোনটি নতুন কিনেছিলেন তখনতো অনেক ভালো কাজ করত এবং অনেক বেশি ফাস্ট ছিল। কিন্তু ধীরে ধীরে এর কর্মদক্ষতা কমে যাচ্ছে কেমন করে? যদি এই ধরনের প্রশ্ন আপনাকে পেরেশান করে রাখে তবে আর চিন্তা করার দরকার নেয়। কারণ সহজ উপায়েই আপনি বাড়িয়ে নিতে পারবেন ফোনের গতি। প্রথমত, আপনার ফোন রিস্টার্ট করুন- শাট ডাউন করুন | স্মার্টফোন স্লো হওয়ার পেছনে সবচাইতে বড় কারন হলো ত্রটিপূর্ণ সফটওয়্যার আপডেট। আপনার ফোনটির নির্মাতা কোম্পানি আপনাকে নিয়মিত OTA আপডেটস দিতে থাকে। OTA আপডেটস এর মাধ্যমে আপনি আপনার ফোনের সিস্টেমকে আপগ্রেড করতে পারেন।  প্রয়োজন হবে না এমন পুরাতন ফটো, অ্যাপ এবং অন্য সবকিছু মুছে দিন-এরপরও যদি আপনার ফোন ধীরগতির হয় তাহলে প্রয়োজন হবে না এমন ফাইল মুছে ফেলুন। পুরানো ছবি এবং মিউজিক ফাইল মুছে ফেলতে ভুলে যাওয়াটাই স্বাভাবিক তবে আপনার ফোনের আবার চলমান গতি ফিরে পেতে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অ্যাপ্লিকেশন ক্যাশে সাফ করুন আপনার ফোন কখনও কখনও একটি অ্যাপ্লিকেশনের সাথে যুক্ত ছবি ও টুকরো তথ্য সংরক্ষণ করে রাখে যাতে এটা

মোবাইল ফোন দিয়েই চলবে টিভি রিমোটের কাজ - জানা জরুরি

মোবাইল রিমোট - জানা জরুরি  আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তি বিশ্বটাকে টেনে এনেছে হাতের মুঠোয়। বাহিরটাকে করেছে ঘর, ঘরকে বাহির। দূরত্বকে করেছে নিকট, আবার নিকটকে দূর। এই যেমন একটা সময় হাতে ঘুরিয়ে টেলিভিশনের চ্যানেল পরিবর্তন করতো হতো। এর পর বেড়ে গেল সুবিধা। বিছানায় শুয়ে কিংবা সোফায় হেলান দিয়ে রিমোট চাপলেই বদলানো যাচ্ছে চ্যানেল।  কিন্তু এই রিমোটের বাড়তি বোঝারই দরকার কি! তাইতো এবার স্মার্ট টেলিভিশনে মোবাইল ফোন দিয়েই রিমোট কন্ট্রোলের কাজ চলবে। যদিও এজন্য স্মার্ট টিভিতে ওয়ারলেস কানেক্টিভিটি থাকতে হবে। এই সুবিধা পেতে স্মার্ট টিভি ও স্মার্ট ফোন দুটিতেই থাকতে হবে একই ওয়াই-ফাই নেটওয়ার্ক। এছাড়াও এ্যান্ড্রয়েড ৪.৪ সম্পন্ন হতে হবে স্মার্টফোনটিকে। খেয়াল রাখতে হবে স্মার্ট টিভিটি যেন এপিকে ফাইলকে সাপোর্ট করে। স্মার্টফোন এবং স্মার্ট টিভিতে প্রথমে CetusPlay অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। এর পর যা করতে হবে চলুন দেখে নেয়া যাক এক নজরে- * অ্যাপটি ইনস্টল করার পর ফোনে অ্যাপটিকে ওপেন করুন। কিছুক্ষণের মধ্যে টিভির ডিভাইসটি স্মার্টফোনে দেখাবে।  * স্মার্টফোনে আসা সকল পার্মিসনগুলিকে গ্রহণ

ধনীর তালিকায় বিশ্বের শীর্ষ ছয় জন ব্যক্তি - জানা জরুরি

Richest-people-in-the-world- Janajoruri পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অভাবের তাড়নায় ২ বেলা পেট পুরে খেতে পারে না। আবার এমন মানুষও আছে যাদের মোট সম্পদ পুরো একটা দেশের সব মানুষের সম্পদ থেকেও বেশি। বলা হয়ে থাকে পৃথিবীর ধনী ১% মানুষের যত সম্পদ আছে তা পৃথিবীর বাকি ৯৯% মানুষের মোট চাইতেও বেশি। আসুন জেনে নেই বিশ্বের সবচেয়ে ধনীর তালিকায় কারা ১। জেফ বেজোসঃ পৃথিবীর সবচেয়ে বড় ইকমার্স ওয়েবসাইট এমাজনের উদ্যোক্তা ও সিইও জেফ বেজোস পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। তার মোট সম্পদের পরিমাণ ১১২ বিলিয়ন ডলার। জেফ এমাজন শুরু করেন তার বেডরুমে। এমাজন প্রথমে একটা অনলাইক ভিত্তিক বই বিক্রির দোকান ছিল। আজকে সেখান থেকেই জেফ পৃথিবীর সবচেয়ে ধনী মানুশে পরিণত হয়েছেন। ২। বিল গেটসঃ বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের মোট সম্পদের পরিমাণ ৯০ বিলিয়ন ডলার। ১৯৭৫ সালে বিল গেটস ও পল এলেন মাইক্রোসফট শুরু করেন। তিনি ২০১৪ সাল পর্যন্ত মাইক্রোসফটের ম্যানাজিং ডিরেক্টর পদে ছিলেন। এখন তিনি একজন বোর্ড মেম্বার হিসেবে আছেন। তিনি এখন অনেক রকম সামাজিক কর্মকান্ডে জড়িত আছেন। ৩

নতুন মোবাইলের মত পুরনো মোবাইলও দ্রুত চার্জ হবে জেনে নিন সহজ উপায় - জানা জরুরি

battery-charging-tips-for-android-phones নতুন ফোন কেনার পরে চার্জিং নিয়ে সেভাবে সমস্যা হয় না। কিন্তু ফোন একটু পুরনো হতে শুরু করলেই সমস্যার সূত্রপাত। ফোনের ব্যাটারি চার্জ হতেই অনেকটা সময় নষ্ট হয়ে যায়। একটি সর্বভারতীয় হিন্দি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, এমন কিছু পদ্ধতি রয়েছে, যেগুলি মানলে ফোন দ্রুত চার্জ করা সম্ভব। যেমন, ফোন একটু পুরনো হলে নিয়মিত সেটিকে আপডেট করান। এর ফলে ফোন যেমন স্লো হবে না, ফোনের ব্যাটারিও ভাল থাকবে। ব্র্যান্ডেড চার্জার ব্যবহার করার চেষ্টা করুন। কম্পিউটার বা ওয়ারলেস চার্জিং করলেও চার্জ হতে সময় বেশি লাগে। ফলে প্লাগ পয়েন্ট থেকে ফোন চার্জ করাই শ্রেয়। এক নজরে দেখে নিন, চার্জিংয়ের সময়ে কী কী করলে ফোন দ্রুত চার্জ করা যায়—  ফোন চার্জে বসানোর সময়ে ব্যাটারি সেভিং মোড অন করে দিতে পারেন। • ফোন চার্জ করার সময়ে ফ্লাইট মোড অ্যাক্টিভেট করে দিন। এর ফলে কলিং, ইন্টারনেট, জিপিএস সবই বন্ধ থাকবে। • যেখানে ফোন চার্জ করছেন সেই জায়গাটি খুব গরম বা ঠান্ডা হলে চার্জিংয়ে বেশি সময় লাগে। অতিরিক্ত গরমে ফোন চার্জ করলে ফোনের তাপমাত্রাও বেড়ে যায়। ফলে অত্যন্ত ধীর গতিতে ফোন চার্জ হয়। • ফোন

ফের প্রভার ভিডিও ভাইরাল । Jana Joruri

Sadia Jahan Prova - Jana Joruri সাদিয়া জাহান প্রভা বাংলাদেশের একজন জনপ্রিয় মডেল অভিনেত্রী। ক্যারিয়ার জীবনে তিনি আলোচিত ও সমালোচিত হয়েছেন অনেকবার। এক সময় নিজের স্ক্যান্ডাল ইন্টারনেটে ছড়িয়ে পড়লে অভিনয় ক্যারিয়ারে ভাটা পড়ে এই অভিনেত্রীর। তবুও তিনি থেকে থাকেন নি। সেই জটিলতা কাটিয়ে প্রভা ফিরে এসেছেন। নিয়মিত কাজ করছেন নাটক-টেলিফিল্মে। বর্তমান সময়ে তার ব্যস্ততাও উল্লেখ করার মতো। এদিকে গতকাল (বুধবার) অভিনেত্রী নিজের ইনস্ট্রাগ্রাম থেকে একটি ভিডিও পোস্ট করেছেন। আর সেটি পোস্ট করতেই হু হু করেই ছড়িয়ে পড়ে।  ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, গোসলের পরে…  পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেত্রী সাদা রঙ্গের একটি বাথ রোব পড়ে আছেন। আর হাত দিয়ে ভালবাসার চিহ্ন এঁকে আই লাভ ইউ বলছেন তিনি। আর এই ভিডিওতে ভিজে চুলে তাকে বেশ সুন্দর লাগছে বলে কমেন্ট করেছেন অনেকে।

শুরু হলো ‘ফেসবুক ডেটিং’ - জানা জরুরি

ফেসবুক ডেটিং এখানকার ব্যস্ত সময়ে অনলাইনে পরস্পরকে পছন্দ করে তার সঙ্গে সম্পর্ক তৈরির করতে অনেকেই আগ্রহী। বিষয়টিকে কাজে লাগাতে চাইছে ফেসবুক। যুক্তরাষ্ট্রে গতকাল বৃহস্পতিবার শুরু করে দিয়েছে ফেসবুকের ডেটিং সেবা বা ম্যাচমেকিং ফাংশন।   ফেসবুক তাদের এক ব্লগ পোস্টে জানিয়েছে, ‘ফেসবুক ডেটিং’ নামের সুবিধাটি ব্যবহারকারীকে অর্থপূর্ণ সম্পর্ক তৈরির সক্ষমতা দেবে। এতে দুজন ব্যবহারকারীর মধ্যকার যেসব বিষয়ে মিল ও আগ্রহ রয়েছে, সেগুলো মিলিয়ে দেখানো হবে। এতে ম্যাচ ডটকমের সাইটগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নেমে পড়ল ফেসবুক। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ডেটিং প্রোফাইল তৈরির সময় এমনভাবে তা তুলে ধরা হবে, যাতে প্রকৃত ব্যক্তিকেই ফুটিয়ে তোলা যায়। ফেসবুক ডেটিং প্রোফাইলের সঙ্গে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাঁদের পোস্ট সরাসরি যুক্ত করতে পারবেন।  এতে তিনি ইনস্টাগ্রাম অনুসারীদের গোপন ‘সিক্রেট ক্রাশ’ তালিকা দেখাতে পারবেন। এ ছাড়া এতে ফেসবুক ও ইনস্টাগ্রাম স্টোরিজও যুক্ত করা যাবে। ফেসবুকের এ সেবা যথেষ্ট ‘নিরাপদ, প্রকৃত ও বাছাই করা’ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে ব্যবহারকারী চাইলে অন্য অ্যাকাউন্টকে ব্লক করা বা তা

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মমতায় ভরা সুন্দর একটি ঘটনা , অসুস্থ বাচ্চাকে নিয়ে হাসপাতালে হাজির বিড়াল মা !

হৃদয় জমে ক্ষীর হয়ে যাওয়ার মতই একটা সুন্দর ঘ’টনা ঘ’টেছে তুরস্কের ইস্তাম্বুলের একটি হাসপাতালে। পথের ধারের একটি মা বিড়াল তার অসুস্থ শিশুকে নিয়ে হাজির হয়েছে সেখানে।ভাগ্য ভালো যে, বিড়ালটি একেবারে সঠিক জায়গাতেই তার সন্তানকে নিয়ে হাজির হয়েছে। ঠিক হাসপাতালটির ডাক্তার নার্সদের কাছেই বিড়ালটি তার শিশুকে মুখে করে নিয়ে যায়। ডাক্তাররাও হতা’শ করেননি। চরম পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। ছোট্ট কটন বলের মত সুন্দর আর নরম বিড়ালছানাটিকে তারা তু’লে নিয়েছেন কোলে। পরীক্ষা করে দেখেছেন, বিড়ালটির বিশেষ কোন সমস্যা আছে কিনা। সঙ্গে তাদেরকে কিছু দুধ আর খাবার দিয়ে আপ্যায়নও করা হয়। এসব পেয়ে তারাও একটু শান্ত হয়।মা ও ছানা উভয়েরই স্বাস্থ্য ঠিক আছে বলে জানা গেলেও পরে তাদের পশু ডাক্তারের কাছেও পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।মেরভ ওযকান নামের একটি টুইটার একাউন্ট থেকে এই বিড়াল মা ও বিড়ালছানার ছবি পোস্ট করা হয়। এরপর থেকেই ভাইরাল হয়ে পড়ে ঘ’টনাটি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 

যেভাবে গ্যাস থেকে সৃষ্ট পেট ব্যথা দূর করবেন

খাবারের অনিয়ম বা জীবনযাপন পদ্ধতি পরিবর্তনের কারণে অনেকেই গ্যাস থেকে সৃষ্ট পেট ব্যথা ভোগেন। অনেক সময় এমন ব্যথা মা’রাত্ম’ক আকার ধারণ করে। এjতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। গ্যাসের ব্যথা কমাতে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন- ব্যায়াম : গ্যাসের ব্যথা কমাতে কিছু ব্যায়াম করতে পারেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ব্যায়াম করলে গ্যাসের ব্যথা কিছুটা হলেও নিরাময় হয়। এজন্য মেঝেতে উপুর হয়ে বসে পা দুটি সাইকেল চালানোর মতো রেখে হাত দুটি পাশে রাখুন। বড় করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে ছাড়ুন। এতে গ্যাস থেকে মুক্তি পাবেন। খাওয়ার পরে কিছুটা হাঁটলেও গ্যাসের সমস্যা কমে। এছাড়া গ্যাসের সমস্যা কমাতে নিয়মিত যোগব্যায়াম করতে পারেন। পুদিনা পাতা : গবেষণায় দেখা গেছে, পুদিনা পাতার তেল ডায়রিয়া, গ্যাস, কোষ্ঠকাঠিন্য দূর করতে ভূমিকা রাখে। পুদিনা পাতায় থাকা অ্যান্টিপেসমোডিক গুণাগুণ পেটের ব্যথা কমাতে সাহায্য করে। যারা নিয়মিত গ্যাসের ব্যথায় ভোগেন তারা খাওয়ার আধঘন্টা আগে পুদিনা পাতার ক্যাপসুল খেতে পারেন। গ্যাসের ব্যথা নিরাময়ে এই পাতার রস, তেলও খেতে পারেন। হিট প্যাড : কিছু গবেষণা বলছে, হিটিং প্যাড ব্যবহার করলে অতিরিক্ত গ

দিঘার সমুদ্রে ধরা পড়লো ৬০০ কেজি ওজনের হাঙ্গর’ দাম ৮০ হাজার।

সমুদ্রে মাছ ধ’রাকালীন প্রায়শই মৎস্যজীবীদের জালে বড়ো বড়ো সামুদ্রিক মাছ উঠে আসে। সেই সামুদ্রিক মাছ নিলামে বেশ ভালো দরেই বিক্রি হয়ে থাকে। এবারেও কিন্তু তার অন্যথা হলো না।  সম্প্রতি দিঘায় মৎস্যজীবীদের জালে ধ’রা পড়েছে বিশাল আকৃতির এক হা’ঙ্গর! প্রায় ৬০০ কেজি ওজনের ওই হা’ঙ্গরকে দানবের স’ঙ্গে তুলনা করলেও কিছু বেশি বলা হয় না। মৎস্যজী.বীদের জালে এই বিশাল আকৃতির হা’ঙ্গর ধ’রা পড়তেই দীঘার সমুদ্র সৈকতে নিমেষের মধ্যে খবর ছড়িয়ে যায়। হা’ঙ্গর দেখতে সমুদ্র সৈকতে ভিড় জমান পর্যটকরা এবং স্থানীয়রা। হা’ঙ্গর দেখতে সমুদ্র সৈকতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। উৎসাহী মানুষদের মধ্যে হাঙরের ছবি ক্যামেরা বন্দী করার হিড়িক পড়ে যায়। দানব আকৃতির মাছ উ’দ্ধারকে কেন্দ্র করে এদিন দীঘার সমুদ্র সৈকতে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।এদিকে সমুদ্রগ’র্ভ থেকে দানব আকৃতির সামুদ্রিক হাঙর উ’দ্ধার করার পর মৎস্যজীবীরা সেটিকে দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে আসেন। সেখানেই হাঙরটিকে কেন্দ্র করে দীর্ঘক্ষন দরাদরি চলে। শেষমেষ সিরাজ খান নামক এক ব্যবসায়ী মৎস্যজীবীদের থেকে মাছটি কিনে নেন। ৮০ হাজার টাকার বিনিময়ে মৎস্যজীবীদের থেকে