সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মে, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ও ৬

১৫ সন্তানের জননী ফের গর্ভবতী, এখানেই থামতে চান না

তিনি ১৫ সন্তানের জননী। ৩ মাস আগে তার সর্বশেষ সন্তান ভূমিষ্ঠ হয়। আর এখন তিনি জানালেন তার গর্ভে এসেছে ১৬ তম শিশু! তিনি এ-ও বলছেন, ভবিষ্যতেও আরও শিশু নেয়ার কথা বিবেচনা করবেন তিনি। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লোটে বসবাস করেন প্যাটি হার্নান্দেজ (৩৮) নামে এই মহিলা। স্বামী কার্লোস হার্নান্দেজ সহ তিনি থাকেন ৫ বেডরুমের বিশাল অ্যাপার্টমেন্টে। এ খবর দিয়েছে ডেইলি মেইল। খবরে বলা হয়, প্রতি সপ্তাহে বাচ্চাকাচ্চার খাবার আর ডায়পারের পেছনেই ৫০০ ডলার করে খরচ করেন এই দম্পত্তি। নতুন গাড়িও কিনতে যাচ্ছেন তারা। কারণ, তাদের ১৬ সিটের বাসে এখন পরিবারের নতুন সদস্যকে যেতে দেওয়া যাচ্ছে না। ১৫ সন্তানের মধ্যে ৫ জন ছেলে, ১০ জন মেয়ে। এদের মধ্যে ৬ জনই জমজ। কার্লোসের পরিবারের জমজ সন্তান হয়েছে অনেকেরই। পিতার নামের সঙ্গে মিল রেখে প্রত্যেক সন্তানের নামের আদ্যক্ষর ইংরেজি ‘সি’। তবে এতবড় পরিবার হলেও কার্লোস খুব ধনী কেউ নন। তিনি একজন ফ্লোর ক্লিনার! সবচেয়ে বড় সন্তান কার্লোস জুনিয়রের বয়স ১২। ক্রিস্টোফারের ১১। কার্লা, ক্যাটলিনের ৯। সেলেস্টে ৭। ক্রিস্টিনা ৬। ক্যালভিন ও ক্যাথেরিন ৫। ক্যারল ৪। ক্যালেব ও ক্যারোলাইন ৩। ক্যামিলি

পশ্চিমবঙ্গে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান

বলিউডের পর এবার বসতে যাচ্ছে টালিউডের ফিল্মফেয়ার পুরস্কারের আসর। বুধবার (৩১ মা’র্চ) দেওয়া হবে এবারের পুরস্কার। সোমবার (২৯ মা’র্চ) প্রকাশ করা হয়েছে মনোনয়ন প্রাপ্তদের নাম। মূলত ২০১৯ সালের মুক্তিপ্রাপ্ত কলকাতার বাংলা সিনেমাগুলো থেকে বাছাই করে এ পুরস্কার দেওয়া হবে। প্রকাশিত মনোনয়নে দেখা যায়, এবারও ওপার বাংলায় (পশ্চিমবঙ্গে) মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অ’ভিনেত্রী জয়া আহসান। এবার একসঙ্গে দুইটি মনোনয়ন পেয়েছেন তিনি। ‘রবিবার’ ও ‘বিজয়া’ সিনেমা’র জন্য শ্রেষ্ঠ অ’ভিনেত্রী (সমালোচক) বিভাগে মনোনয়ন দেওয়া হয়েছে জয়া আহসানকে। এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছেন রাই’মা সেন (তারিখ), সোহিনী সরকার (ভিঞ্চি দা), শুভশ্রী গাঙ্গু’লি (পরিণীতা) ও ঈশা সাহা (সোয়েটার)। এদিকে শ্রেষ্ঠ সিনেমা বিভাগে মনোনয়ন পেয়েছে ‘গু’মনামি’, ‘কণ্ঠ’, ‘মিতিন মাসি’, ‘পরিণীতা’, ‘সাঁঝবাতি ও ‘ভিঞ্চি দা’। শ্রেষ্ঠ অ’ভিনেতা হিসেবে মনোনয়নে রয়েছেন বীর চ্যাটার্জি, দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ ও শি’বপ্রসাদ মুখোপাধ্যায়।

টিউশনির টাকা জমিয়ে বাবা-মাকে দৃষ্টিনন্দন বাড়ি উপহার দিলেন ছেলে

পড়ালেখার পাশাপাশি প্রাইভেট পড়ানোর টাকা জমিয়ে দৃষ্টিনন্দন বাড়ি নির্মাণ করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার অনল কুমার দাস (২৫) নামের এক কলেজ শিক্ষার্থী।  তিনি ফেদু নামেই বেশি পরিচিত। ফেদু উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ মালোপাড়ার বাবু অমর কুমার দা’সের ছেলে এবং ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। কলেজছাত্র অনল কুমার দাসের বাবা বাবু অমর কুমার দাস জানান, আমার পাঁচ ছেলেমেয়েদের মধ্যে সবার ছোট ফেদু। সে যখন তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত তখন থেকে শিশু শিক্ষার্থীদের পড়ানো শুরু করে। সেই থেকে টিউশনি ওর পেশা থেকে নে’শা’য় পরিণত হয়েছে।  বর্তমানে মহামারি ক’রো’নাভা’ইরা’সজনি’ত উ’দ্ভূত পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ছেলেমেয়েরা বই থেকে প্রায় বিচ্ছিন্ন। এই অবস্থায়ও স্বা’স্থ্যবি’ধি’ মেনে প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ধাপে ধাপে শিক্ষার আলো ছ’ড়িয়ে দিচ্ছেন ফেদু। ফেদুর বাবা অমর কুমার বলেন, ‘যে সময় তার লেখাপড়ার খরচ আমার বহন করার কথা সে সময় নিজেই পড়ার খরচ চালানোর পাশাপাশি ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ জ’মিয়ে একতলা বাড়িটি প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করেছে। আমি তাকে একটি টাকাও দে

সৌদিআরবের আকাশ সীমানায় ইসরায়েলী বিমান চলাচল বন্ধ করে দেওয়া হল

ইসরায়েলের বিভিন্ন মিডিয়া আজ ঘোষণা করেছে ইসরাইলের সকল ফ্লাইটের জন্য সৌদি আরবের আকাশসীমা বন্ধ করা হয়েছে।  ইসরায়েলের ১৩ নম্বর চ্যানেল আজকে ঘোষণা করেছে বেন গুরিয়ান বিমানবন্দর থেকে উড়ে আসা ইসরায়েলের ইয়াসরায়েল সংস্থার এয়ারবাস বিমানটিকে সৌদি আরবের আকাশসীমা অতিক্রম করতে দেওয়া হয়নি। গত বছরের নভেম্বরে সৌদি কর্মকর্তারা প্রথমবারের মতো ইসরায়েলি বিমানকে সৌদি আকাশসীমা হয়ে দুবাইয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল।  এই পদক্ষেপ ট্রাম্পের জোরাজুরি এবং তার প্রচেষ্টায় আরব দেশসমূহের সাথে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার জন্য গৃহীত হয়েছিল। ইসরায়েলের এই বিমানগুলি যদি সৌদির আকাশসীমা অতিক্রম করতে না পারে, তাহলে তেল আবিব থেকে দুবাইয়ের বিমান গুলোকে এডেন উপসাগর এবং আরব সাগর পার হতে হবে।  আর এই রুট ব্যবহার করলে তেল আবিব ও দুবাইয়ের ব্যবধান কয়েকগুণ বৃদ্ধি পাবে এবং তা ব্যবহারিক হবে না। কারণ ইসরায়েলি বিমানগুলি এয়ারবাস A৩২০ টাইপের এবং এই বিমানগুলির অপারেটিং সীমাবদ্ধতা রয়েছে, যার ফলে এতো পথ অতিক্রম করতে পারবে না।

সোনার পোশাক পরে ঋতুপর্ণাকে স্কুটিতে বসিয়ে জন্মদিনে চললেন শাহরুখ

৫৫তম জন্মদিনে পা রাখলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। কিং খানের জন্মদিনে সকলেই জানিয়েছেন শুভেচ্ছা। ঋতুপর্ণা সেনগুপ্তও শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। ঋতুপর্ণা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যচ্ছে স্কুটার চালাচ্ছেন শাহরুখ খান। আর পিছনের সিটে বসে আসছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। দু’জনেরই গায়ে রয়েছে সোনার পোশাক। সোনার মুকুট । ছবিটি একটি বিজ্ঞাপনের। সোনা চান্দি চবনপ্রাশের বিজ্ঞাপন। বেশ পুরনো ছবি। এই ছবিটি শেয়ার করে শাহরুখকে শুভেচ্ছা জানালেন ঋতু। তিনি লিখেছেন, ” আমার সব সময়ের প্রিয় অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। খুব ভালো থেকো। আরও কাজ করতে থাকো।” এই পোস্ট শেয়ার করেন ঋতু। তবে তাঁদের একসঙ্গে কোনও ছবিতে অভিনয় করতে দেখা না গেলেও, এই বিজ্ঞাপনটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

৩ বছরে ফিলিস্তিনিকে ৩ মিলিয়ন ডলার দিয়ে সহায়তা করেছে “ক্রিশ্চিয়ানো রোনালদো”

বিশ্বকাপের প্রীতি ম্যাচে ই’স’রা’য়ে’লি প্লেয়ারদের সাথে ক্ষো’ভে তিনি জার্সিও বদলান নি। ফি’লি’স্তি’নিদের পাশে দাঁড়াতে মুসলিম হওয়া লাগে না। দরকার মা’ন’ব’তার।  ২০১০-১১ মৌসুমে রোনালদো তার অ’র্জি’ত গো’ল্ডে’ন বুটটি ফি’লি’স্তি’নি মুসলমান অনাথ শিশুদের চিকিৎসা ও শিক্ষা বা’বা’দ দান করেন যার মূল্য ১৫০ কোটি টাকা।  রোনালদো তার অ’র্জি’ত বাৎসরিক আয়ের একাংশ মুসলিম এ’তি’ম’খা’না ও গির্জায় দান করেন। এই উদারতা দেখে সৌদি রাষ্ট্র’পতি তাকে উ’প’হা’র হিসেবে প’বি’ত্র কো’র’আ’ন শরীফ দেন এবং রোনালদো তা সাদরে গ্র’হ‘ন করেন। মানচেস্টারের বাড়ি বিক্রি করে সি’রি’য়ায় ৫ হাজার ঘর তৈরি করে দেন রোনালদো।  সি’রি’য়ার অসহায় মুসলিম বাচ্ছাদের পাশে ছিলেন তিনি রোনালদো চ্যা’ম্পি’য়া’ন’স লীগ জয়ের জন্য দল থেকে যে টাকা পেয়েছিল,তা দা’ত’ব্য  চিকিৎসালয়ে দান করেন । এক শিশুর ব্রেইন অ’পা’রে’শ’নের জন্য নিজের অ’টো’গ্রা’ফ সহ জার্সি এবং ব্রান্ডের একজোরা বুট বিক্রি করে টাকা দেন এই রোনালদো। ক্রি’স্টি’য়া’নো রোনালদো নেপালকে বাংলাদেশী টাকায় ৬১ কোটি ১৩ লক্ষ ৬৫ হাজার ৪ শত ৯৫ টাকা ২০ প’য়’সা দান করেছে ।  ২০১২ সালে সবচেয়ে দা’ন’শী’ল ব্যাক্তিদের মধ্যে

সালমানকে কিশোর বানিয়ে নিজেও কিশোরী হলেন জ্যাকুলিন!

বলিউড সুপারস্টার সালমান খান। দেখতে দেখতে জীবনে ৫৫টি বসন্ত পার করে ফেলেছেন তিনি। ২৭ ডিসেম্বর ৫৬ বছর পা দিয়েছেন তিনি। তবে করোনার জন্য এবারের জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করেননি ‘ভাইজান’। তবে নিজের ফার্ম হাউজে কাছের বন্ধুদের নিয়ে মধ্য রাতে কেক কেটেছেন তিনি। এদিকে সালমান খানের জন্মদিনে বলিউডের বহু তারকা তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন তার সহশিল্পী জ্যাকুলিন ফার্নান্দেজও। সামাজিক মাধ্যমে একটি এডিট করা ছবি পোস্ট করে সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানান এই অভিনেত্রী। তিনি যে ছবিটি পোস্ট করেছেন, তাতে বেবি ফিল্টার দিয়ে এডিট করে বয়স কমিয়ে কিশোর বয়সের সালমানের লুক দেয়া হয়েছে। ছবিতে সালমানের পাশে কিশোরী লুকে জ্যাকুলিনকেও দেখা যাচ্ছে। ছবি ক্যাপশনে জ্যাকুলিন লেখেন, শুভ জন্মদিন। ছবিটির কমেন্টের ঘরে অনেকে মজার মজার কমেন্ট করেছেন। একজন ভক্ত লেখেন, আপনাকে (জ্যাকুলিন) সেলেনা গোমেজ ও সালমানকে জাস্টিন বিবার মনে হচ্ছে! করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে জ্যাকলুন ফার্নান্দেজ সালমান খানের সঙ্গে তার প্যানভেল ফার্ম হাউসে থাকছেন। সেখানে তারা একসঙ্গে ‘তেরে বিনা’ মিউজিক ভিডিওর শুটিংও করেন। তাদের দ

পেট চালানোর জন্য বিক্রি করেছেন বাড়ির ভিটা, তবুও বয়স্কভাতা কার্ড পাননি ৯৮ বছরের বৃদ্ধা

আমেনা বেগমের (৯৮) বয়স একশ ছুঁইছুঁই। এই বয়সে তিনি কানে একেবারেই শুনতে পান না। চোখে দেখেন না বললেই চলে। কুঁজো হয়ে গেছেন, ভাঁজ পরে ঝুলে গেছে শরীরের চামড়া। রোগ–শোকে অনেকটাই ক্লান্ত হয়ে গেছেন তিনি। কারও সহযোগিতা ছাড়া চলতে পারেন না এক কদমও। এমন শরীর নিয়েও হতদরিদ্র বিধবা এই বৃদ্ধাকে ছুটে চলতে হয় স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে। সচ্ছলতার আশায় একটি বয়স্কভাতা কার্ডের জন‌্য নিয়মিত ধরণা দিতে হয় তাকে। আশ্বাস মিললেও এখনো তার কপালে জোটেনি সেই সোনার হরিণ বয়স্কভাতা কার্ড। বৃদ্ধ আমেনার বাড়ি মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৌশা গ্রামে। আমেনার স্বামী লালন শেখ মারা গেছেন প্রায় ৪০ বছর আগে। সহায়–সম্পদ বলতে ছিল বাড়ির ভিটেটুকু। সেটিও অন্যের কাছে বিক্রি করে গেছেন লালন শেখ। সংসার জীবনে ছয় ছেলে ও এক মেয়ের জন্ম দেন আমেনা। তবে এক মেয়ে ও এক ছেলে মারা গেছেন। এখন তিনি সেজো ছেলে ইউনুস শেখের বাড়িতে থাকেন। জীবন সায়াহ্নে এসে খেয়ে না-খেয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাকে। এলাকাবাসী ও স্বজনরা জানান, জাতীয় পরিচয়পত্রে আমেনার জন্ম তারিখ লেখা রয়েছে ১৯৪২ সালের ৬ মে। সে হিসেবে বয়স ৭৮ বছর পেরিয়েছে। অনুমান করে জন্মতারিখ দে

পিলারে বাসা বেঁধেছে বুলবুলি, বাচ্চা ফুটানো পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ

ছোট্ট পাখি বুলবুলি। নির্মাণাধীন ভবনের একটি পিলারে বানানো বাসাটিও তেমন বড় নয়। ছোট্ট ওই বাসাটি চোখ এড়ায়নি ভবন মালিকের। পেশায় আইনজীবী ওই মানুষটি বন্ধ করে দেন নির্মাণ কাজ। উদ্দেশ্য, পাখিটি নিরাপদে থাকুক। দিন যায়, পাখিটি সেখানে ডিম পাড়ে। এবার অপেক্ষা বাচ্চা ফুটানোর। যে কারণে এখনো বন্ধ রয়েছে ভবনের একাংশের নির্মাণ কাজ। পাখিটি বাচ্চা না দেওয়া পর্যন্ত ভবনের পিলারের কাজ বন্ধ করে রেখেছেন। নির্মাণ শ্রমিকরাও সেই পিলারটির দিকে এখন আর যান না। পাখি প্রেমের এমন ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। আইনজীবী মনির হোসেন চৌধুরীর ‘উদারতায়’ পাখিটি ডিম থেকে বাচ্চা ফুটানোর অপেক্ষায়। আর এ কারণে তিনি প্রায় এক মাস ধরে বন্ধ রেখেছেন বাড়ির একাংশের নির্মাণ কাজ। মো. মনির হোসেন চৌধুরী জানান, তিনি পৌর এলাকার সড়ক বাজারে চৌধুরী ট্রেড সেন্টার নামে একটি মার্কেটের নির্মাণ কাজ করছেন। মাসখানেক আগে নির্মাণাধীন পিলারে পাখিটিকে বাসা বাধতে দেখেন। শুরুতে তেমন একটা আমলে নেননি। এক পর্যায়ে পাখিটি দুটি ডিম পাড়লে মনে দাগ কাটে। তিনি ওই পিলারসহ মার্কেটের একাংশের কাজ বন্ধ করে দেন। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘ডিম পাড়ার সঙ্গে সঙ্গেই আমি একটি অংশে কাজ ব

হামাসের হামলায় ইসরাইলের যত মিলিয়ন ডলারের ক্ষতি

গাজা ও জেরুজালেমে নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলার জবাবে হামাসের পাল্টা রকেট হামলায় ইহুদিবাদী দেশটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।এই প্রথমবারের মতো ইসরাইল হামাসের হামলায় তাদের অর্থনীতির ব্যাপক ক্ষতির কথা স্বীকার করল। খবর তাসনিম নিউজের। ইসরাইলি ম্যানুফেকচারারস অ্যাসোসিয়েশন সোমবার এক বিবৃতিতে বলেছে— ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকারীদের অপারেশন আল-কুদস্ নামে ১১ দিনের যে অভিযান চালানো হয়, তাতে ১.২ বিলিয়ন শেকেল (ইসরাইলি মুদ্রা) বা ৩৬৮ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। গাজা থেকে বৃষ্টির মতো ছোড়া রকেট হামলার ভয়ে এ সময় ইসরাইলের দেড় হাজার প্রতিষ্ঠানের চার লক্ষাধিক কর্মী বাড়ি থেকেই বের হননি।হামাসের হামলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইসরাইলের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের শিল্পপ্রতিষ্ঠানগুলো। আরও পড়ুন=করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে সংক্রমণ বাড়তে বাড়তে একসময় দৈনিক ৪ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।মৃত্যুও হয়েছে সাড়ে ৪ হাজারের মতো। এ পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী, ভারতে মোট আক্রান্ত ২ কোটি ৭১ লাখের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে প্রায় ৩ লাখ ১১ হাজার মানুষের। এ

শিং-মাগুর মাছ না ঘষে মাত্র ১ মিনিটেই পরিস্কার করার দারুন কৌশল!

শিং-মাগুর মাছ – না ঘষে মাত্র ১ মিনিটেই শিং-মাগুর মাছ পরিস্কার করার দারুন কৌশল!- শিং মাছ খেতে খুবই সুস্বাদু। তবে শিং মাছ ঘষে ঘষে পরিষ্কার করার ঝামেলার জন্য অনেকেই তা খেতে চান না। তাইতো সুস্বাদু এই মাছের স্বাদ থেকে অনেকেই বঞ্চিত হয়। তাছাড়া শিং মাছ ঘষে ঘষে পরিষ্কার করাটাও অনেক কষ্টের। তবে একটি কৌশল খুব সহজেই আপনাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারে। তাও কোনো রকম ঝামেলা ছাড়াই। কি অবাক হচ্ছেন? অবাক হলেও সত্যি, এমন একটি কৌশল রয়েছে যা আপনাকে কোনো রকম ঘষা ছাড়াই শিং মাছ পরিষ্কার করতে সহায়তা করবে। দেরি না করে চলুন জেনে নেয়া যাক সেই কৌশলটি- শিং মাছ পরিষ্কারের জন্য আপনার প্রয়োজন হবে পেপে পাতা। পেপে পাতা কুচি করে কেটে নিন। সব থেকে ভালো হবে যদি আপনি পেপে পাতা ব্লেন্ড করে নিতে পারেন। এবার এই মিশ্রণটি মাছের মধ্যে দিয়ে ৫ থেকে ৭ মিনিট রেখে দিন। ৫ থেকে ৭ মিনিট পর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলেই দেখবেন শিং মাছ একদম সাদা হয়ে গেছে। তাও কোনো রকম ঘসাঘষি ছাড়াই। এমন একটি কৌশল রয়েছে যা আপনাকে কোনো রকম ঘষা ছাড়াই শিং মাছ পরিষ্কার করতে সহায়তা করবে। দেরি না করে চলুন জেনে নেয়া যাক সেই কৌশলটি- শিং মাছ পরিষ্কারের জন্য আপনার

৪বার বিসিএসে ফেল করেও, অবজ্ঞা-উপহাস জয় করে কোচিং ছাড়াই বিসিএস ক্যাডার তৃপ্তি!

তৃপ্তি অনার্স পাস করেছেন জাতীয় বিশ্ব;বিদ্যালয়ের অধীনে। এজন্য তাকে অবজ্ঞা ও উপহাস করা হত। জাতীয় বিশ্ববিদ্যা;লয়ে পড়ে কিছুই করা যায় না। তাকে দিয়ে কিছু হবে না। এমন অনেক হতাশা*জনক কথা শুনেও দমে জাননি তৃপ্তি। Master’s করেছেন ঢাকা বিশ্ব’বিদ্যালয় অধিভুক্ত ইডেন মহিলা কলেজ থেকে। স্বপ্নকে জয় কর’তে লেগে থেকে’ছেন। কোচিং ছাড়াই পঞ্চম-বারের চেষ্টায় অবশেষে সফল হয়েছেন তিনি। ৩৮তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়ো’গের জন্য সুপারিশ;প্রাপ্ত হয়েছেন আলেয়া জাহান তৃপ্তি। জানা গেছে, তৃপ্তির বাড়ি ব্রাহ্মণ;বাড়িয়া পৌর শহরের দাতি’য়ারা এলাকায়। চার ভাই-বোনের মধ্যে তৃপ্তি সবার বড়। বাবা মো. আলমগীর ভূঁইয়া ঢাকায় বে-সরকারি প্রতিষ্ঠানে চাক’রি করেন। মা আফরোজা খানম গৃহিণী। পরিবারের বড় সন্তান হওয়ায় দায়িত্বটা একটু বেশিই তৃপ্তির। ছোটবেলা থেকে লেখাপড়ার প্রতি ভীষণ মনো;যোগী তৃপ্তির স্বপ্ন ছিল শিক্ষ’ক হওয়ার। পড়ালেখায় তাকে উৎসাহ জুগিয়েছেন বাবা-মা। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে অনার্স এবং ইডেন মহিলা কলেজ থেকে মাস্টার্স পড়া তৃপ্তি শিক্ষা;জীবন শেষ করে শিক্ষ’কতা পেশায় যুক্ত হন। প্রথমে তিনি ব্রাহ্মণ;বাড়িয়ার একটি প্রাইভেট কলেজের প্রভাষক হিসেব

মা হারা কুকুরছানাদের নিজের দুগ্ধ পান করাচ্ছে গরু, ভাইরাল ভিডিও

বর্তমানের ইন্টারনেটের যুগে পুরো পৃথিবী মানুষের মুঠোফোনে থাকে। এখন খুব কম মানুষ দেখা যায় যারা ইন্টারনেট ব্যবহার করেন না। প্রায় সবাই ইন্টারনেট দুনিয়ায় মগ্ন হয়ে থাকে। ইন্টারনেটে মাঝে মাঝে কিছু মজাদার ভিডিও বা প্রতিভার ভিডিও বা কোন হাস্যকর মিউজিক ভিডিও ভাইরাল হয়ে থাকে। তার মধ্যে কিছু কিছু ভিডিও অথবা ছবি আমাদের হতভম্ব করে তোলে। হাসি-কান্না, রাগ-অভিমান সবকিছু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরতে পারি। তাই বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বেশ গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে আমাদের জীবনের। তবে শুধুমাত্র ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম নয়, আরো বেশকিছু প্ল্যাটফর্ম আছে যে গুলির মাধ্যমে আমরা দুনিয়ার সাথে সংযুক্ত থাকতে পারি। সেখানে এমন কিছু কিছু ভিডিও উঠে আসে যা আমাদের আনন্দ দিয়ে থাকে। বিভিন্ন তারকার জীবনের ছোটখাট মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে চট করে বেশ ভাইরাল হয়ে ওঠে। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বিভিন্ন হাসির ভিডিও ভাইরাল হয়। দেশের বিভিন্ন প্রান্তের হাসির ভিডিও নেটিজেনরা শেয়ার করে ভাইরাল করে তোলে। এইসব ভিডিওর ঘটনাগুলি যেমন অবাক করে দেয় আবার হাসির খোরাকও জোগায়। আবার এমন কোন ভিডিওতে পশুপ

অবিশ্বাস্য ঘটনাঃ ৬ সিটের জিপ গাড়ি বানালেন টাঙ্গাইলের ফরিদ, খরচ মাত্র দুই লাখ!

মাত্র দুই লাখ ১০ হাজার টাকা খরচ করে এক মাসের মধ্যে ছয় সিটের একটি জিপ গাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন টাঙ্গাইলের মির্জাপুরের মো. ফরিদ সিকদার। তিনি ওই উপজেলার আজগানা ইউনিয়নের বাছেদ সিকদারের ছেলে। জিপ গাড়িটি বাণিজ্যিকভাবে তৈরি করতে চান ফরিদ। এ জন্য সরকারের অনুমতি ও সহযোগিতা কামনা করেছেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, ছোটবেলা থেকেই আলাদা চিন্তা-ভাবনা ছিল ফরিদের। স্বপ্ন ছিল নিজ পায়ে দাঁড়াবেন, অনেক বড় হবেন। অর্থের অভাবে সপ্তম শ্রেণির পর আর লেখাপড়া করেননি। মাত্র ১৪ বছর বয়সে গাজীপুরের কালিয়াকৈর বাসস্ট্যান্ডে একটি গ্রিলের ওয়ার্কশপে কাজ শিখতে শুরু করেন।  কয়েক বছর পর জমানো টাকা ও ধারদেনা করে মির্জাপুরের আজগানা এলাকায় নিজেই একটি অটো-গ্রিল ওয়ার্কশপ দেন। কিছুদিন পর একটি অটোরিকশা কিনে সেটির বডি বিক্রি করে দেন। পরে অটোর মেশিন, চারটি চাকা, ব্যাটারি, প্রাইভেটকারের স্ট্রিয়ারিংসহ বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে মডিফাই করে ছয় সিটের একটি অত্যাধুনিক জিপ গাড়ি তৈরি করেন। ফরিদ সিকদার বলেন, গাড়িটি চার্জ দিতে চালাতে হবে। এর ব্যাটারিও বিদ্যুৎ সাশ্রয়ী। ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার গতিতে চলার উপযোগী জিপ গাড়িটি তৈরি করতে সম

একেবারে মানুষের মতো করে কথা বলতে বলতে পেয়ারা খাচ্ছে দুই টিয়া, ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই এমন বেশ কিছু কন্টেন্ট ভাইরাল হয়, যা আমাদের কল্পনার বাইরে। এই ধরনের ভিডিও পশু পাখির ভিডিও থেকে শুরু করে নাচ গানের ভিডিও সবকিছু হতে পারে। এই ভিডিও সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্ম এ আসা মাত্রই বেশ জনপ্রিয় হয়ে ওঠে। পাখির কথা বলা থেকে শুরু করে পাখির জানলায় দাড়িয়ে মাকে ডাকা। সবকিছুই বেশ ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়া এমন একটি জায়গা যেখানে যে কেউ নিজের প্রতিভার দমে ভাইরাল হয়। সে হোক মানুষ আবার হোক টিয়া, সবাই সমান। এই সোশাল মিডিয়ার দুনিয়ায় আমরা পাই নানা ধরনের জিনিস। কারো গান এবং নাচের কৌশলে আমরা মাঝে মধ্যেই মুগ্ধ হয়ে যাই। আবার অনেক সময়ে কারো কারো কথা বলার আদব কায়দা আমাদের চকিত করে দেয়। আবার অনেক মানুষ এমন আছেন যারা একদম সকলের থেকে আলাদা কিছু প্রতিভার অধিকারী বা অধিকারিণী হন। আবার আছে পশুপাখি, তারাও কেনো ভাদ যাবে। তাদের নানান নানান কাণ্ডকারখানা সোসিয়াল মিডিয়ায় ভাইরাল হয়ে থাকে। ফেসবুক এবং ইউটিউবের মত প্ল্যাটফর্ম গুলিতে এই ধরনের ভাইরাল ভিডিও খুব বেশি দেখা যায়। পাখির মধ্যে আমরা টিয়া পাখিকে সকলেই বেশ পছন্দ করি। এই পাখি আপনার শেখানো বুলি আওড়াতে পারে। এই

অনৈতিক কাজে লিপ্ত ছাত্রলীগ নেতা তরুণীসহ আটক

হবিগঞ্জের বাহুবলে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ছাত্রলীগ নেতা রায়হান শাহ ও এক তরুণীকে আটক করেছে জনতা। খবর পেয়ে বাহুবল মডেল থানার এএসআই অমল তাদের আটক করে থানায় নিয়ে আসেন। পরে মুচলেকার মাধ্যমে তাদের ছেড়ে দেয় পুলিশ। শনিবার দুপুরে মডেল থানার সামনে মাদ্রাসা মার্কেটের একটি বন্ধ দোকান থেকে তাদের আটক করা হয়।আটককৃত ছাত্রলীগ নেতা উপজেলার সাতপাড়িয়া গ্রামের মৃত আব্দুল গফুর আল হাবিবের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা রায়হান শাহ বাহুবল মাদ্রাসা মার্কেটে একটি দোকান ভাড়া নিয়ে সেখানে গ্লাস ফিটিং করা হাবিব ট্রাভেলস নামে একটি ব্যবসা চালিয়ে আসছেন। সেই ব্যবসার আড়ালে তিনি সেখানেই প্রায়ই তরুণীদের নিয়ে আড্ডা দেন। শনিবার দুপুরে ট্রাভেলসের গ্লাস ও ভিতরে বাতি বন্ধ করে তরুণীকে নিয়ে অনৈতিক কাজে লিপ্ত হন তিনি। বিষয়টি আঁচ করতে পেরে তাৎক্ষণিক মার্কেটের ব্যবসায়ীরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। আটকের পরপরই তাকে ছাড়িয়ে নিতে তদবির চালান আওয়ামী লীগ নেতারা। অবশেষে রাতে মুচলেকা রেখে তাদের ছেড়ে দেয় পুলিশ। এদিকে তাদের আটক করায় মাদ্রাসা মার্কেটের ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এলেও

ভুটানের আর্মি থেকে বলিউড ভিলেন

ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে কোটি কোটি ভক্ত রয়েছে বলিউডের সুপারস্টার অভিনেতা সালমান খানের। যারা গোটা বছর ধরে অপেক্ষা করে থাকেন ভাইজানের ছবির জন্য। সেই ভক্তদের কথা ভেবেই গত ১৩ মে ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে সালমানের নতুন ছবি ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’। এই ছবিতে সালমান ছাড়াও অভিনয় করেছেন দিশা পাটানি, রণদীপ হুদা, জ্যাকি শ্রফের মতো অভিনেতারা। তবে এদের ছাপিয়ে যার অভিনয় দর্শকদের নজর কেড়েছে, তিনি হলেন সাংঘাই শেলথ্রিম। ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিতে তার চরিত্রের নাম লোটা। এটি এই অভিনেতার অভিষেক সিনেমা। এখানে ভিলেন চরিত্রে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্র জগতে প্রথম সিনেমাতে অভিনয় স্বপ্নের নায়কের সঙ্গে বলে খানিকটা আপ্লুত অভিনেতা সাংঘাই শেলথ্রিম। এই কারণে প্রতিবেশী দেশ ভুটানের সাবেক এই সেনা সদস্য সালমান খানের সঙ্গে একাধিক মুহূর্তের কথা তুলে ধরলেন ভারতের এক জাতীয় সংবাদ মাধ্যেমে। ওই সংবাদমাদ্যম সূত্রে জানা যায়, ২০১৩ সালে আন্তর্জাতিকভাবে ফিটনেস প্রতিযোগিতায় ভুটানের হয়ে প্রতিনিধিত্ব করতে সাংঘাই শেলথ্রিম সামরিক বাহিনী থেকে অবসর নেন। বডি বিল্ডারের পাশাপাশি তিনি একজন রিয়েল এস্টেট ব্যবসায

টানা যত ঘণ্টা তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় ‘ইয়াস’

গত কয়েক দিন ধরে তীব্র গরমে অস্থির হয়ে উঠেছে রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চল। কোথাও কোথাও একপশলা বৃষ্টি হলেও গরমের তীব্রতা কমেনি। এরই মধ্যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। নতুন খবর হচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। রাতে সেটি নিম্নচাপে পরিণত হবে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার উত্তর আন্দামান সাগর এবং আশেপাশের এলাকায় ওই লঘুচাপের তৈরি হয়। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটির নাম হবে ‘ইয়াস’। রোববার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ, ওড়িষ্যা ও বিহার উপকূলীয় এলাকায় আছড়ে পড়তে পারে। বাংলাদেশের খুলনা উপকূলেও আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ টানা ১০ থেকে ১২ ঘণ্টা তাণ্ডব চালাতে পারে। আরও পড়ুন=সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বেশ সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন তারা। যদিও বেশ কয়েকবার ভাঙনের গুঞ্জন উঠেছে। তবে প্রতিবারই স্বামীর সঙ্গে রোমান্টিক ছবি কিংবা স্ট্যাটাসে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ‘অগ্নি’কন্যা মাহি। এবার আর ক

অটোতে পরিচয়-মোবাইলে প্রেম, ঘুরতে গিয়ে জঙ্গলে গণধর্ষণ

সিলেটের গোলাপগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ১৮ বছরের এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিকসহ অভিযুক্ত চারজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। এ সময় উদ্ধার করা হয়েছে ধর্ষণের শিকার তরুণীকে।এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার পর আটক প্রেমিকসহ ৪ জনকে রোববার সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, ধর্ষণের শিকার ওই তরুণীর সঙ্গে সম্প্রতি সিএনজি অটোরিকশাযোগে যাওয়ার সময় মুরাদপুরের আব্দুল হাকিম নামে এক যুবকের পরিচয় হয়। এক পর্যায়ে মোবাইল নাম্বারের মাধ্যমে তাদের মাঝে যোগাযোগ হয়। এরপর প্রায় দুই মাস উভয়পক্ষ মোবাইলে আলাপের মাধ্যমে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এ সম্পর্কের সূত্রে শনিবার প্রেমিকা তরুণীকে দেখা করার জন্য মুরাদপুর বাজারে আসতে বলে প্রেমিক। এরপর তরুণী মুরাদপুর বাজারে আসলে একটি সিএনজি অটোরিকশাযোগে তরুণীকে নিয়ে গণ্ডামারা গ্রামের চরোরাগোল্লা নামক টিলার পাশের জঙ্গলে নিয়ে যায় তারা। এ সময় পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রেমিক আব্দুল হাকিম বন্ধুদের ফোন দিয়ে ঘটনাস্থলে আসার কথা বলে। প্রেমিক আব্দুল হাকিমের ফোন পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থলে এসে ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ভুক্তভোগী তরুণীর

ছেলের বিয়েতে চিত্রনায়ক রুবেলের উদ্দাম নাচ

ঢাকাই সিনেমার এক সময়ের সুপার হিট নায়ক রুবেল শুক্রবার দুপুরে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রাণ খুলে নেচে চলেছেন তিনি। একা নয় তার সঙ্গে নাচছে আরও অনেক জন। ভিডিওটির ক্যাপশনে রুবেল লিখেছেন ‘নিলয়ের বিয়েতে মাস্তি’। রুবেল ১৯৮৫ সালের ১০ মার্চ সুলতানা পারভেজ নীলার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ছেলে নীলয় পারভেজ নীলয়। ছেলের বিয়েতে উদ্দাম নাচে মেতেছেন রুবেল। এর আগে ছেলের গায়ে হলুদের ছবিও পোস্ট করেছিলেন তিনি। ঢাকার ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে সম্প্রতি। সেখানে উপস্থিত ছিলেন রুবেলের বড় ভাই চিত্রনায়ক সোহেল রানা, জনপ্রিয় কণ্ঠ শিল্পী এস আই টুটুলসহ আত্মীয় স্বজনরা।  নায়ক রুবেল অতিথিদের মনোরঞ্জন করতে কার্পণ্য করেননি একটুও, সবাইকে হাসি মুখে অভ্যর্থনা হতে শুরু করে খাবার তদারকি আবার স্টেজের অনুষ্ঠান পরিচালনাসহ নিজে পারফর্ম করা সব কিছুই ছিল তার আগত অতিথিদের আনন্দ দেওয়ার উদ্দেশ্যে।

পৃথিবীর সবচেয়ে দামি আম চাষ হচ্ছে বাংলাদেশে যার প্রতি কেজি ৩ লাখ টাকা

ফলের রাজা আম। তাই তেমনই তার দাম! চলতি বছরে ঘূর্ণিঝড় আম্ফান আম চাষে ব্যাপক ক্ষ’তি করেছে। ঝড়ে গিয়েছে আম। তাতে চাষীদের মাথায় হাত। করোনা আর আম্ফানের জোড়া থাবায় মানুষের নাজুক অবস্থা। মহরেকরকম আম মেলে ভারতবর্ষে। তবে বিশ্বের সব থেকে দামি আম কিন্তু ভারতবর্ষে পাওয়া যায় না। সেই আম এক কেজি কিনতে গিয়ে অনেক ধনী ব্যক্তিও ঢোঁক গিলেন। তাইও নো তামাগো। যার মানে Egg of the sun. এই প্রজাতির আম বিশ্বে সব থেকে দামি। এটির চাষ হয় জাপানের মায়াজাকি অঞ্চলে। ‘বিক্রি হয় অবশ্য গোটা জাপানজুড়ে। প্রতি বছর প্রথম ফলন করা আম নিলামে তোলা হয়। আর সেই আম ‘বিক্রি আকাশছোঁয়া দামে। তবে এই আমের ফলন আর পাঁচটা প্রজাতির আমের মতো হয় না। অর্ডারের উপর নির্ভর করে এই আমের ফলন। এই প্রজাতির আম অর্ধেক লাল, অর্ধেক হলুদ। জাপানে এই প্রজাতির আমের ফলন হয় গরম ও শীতের মাঝে। আর সেই জন্যই এই আমের দাম এমন চড়া হয়। ২০১৭ সালে এই প্রজাতির দুটি আমের নিলামে দাম উঠেছিল ৩৬০০ ডলার। অর্থাৎ প্রায় দুই লাখ ৭২ হাজার টাকা। সেবার প্রতিটি আমের ওজন ছিল ৩৫০ গ্রাম। অর্থাৎ মাত্র ৭০০ গ্রাম আমের দাম দুই লাখ ৭২ হাজার টাকা। আপনি হয়তো ভাবছেন কী এমন আছে যে এই আমে

তীব্র গরমে অতিষ্ঠ দেশ, ষ্টীলের টুলে আগুন ছাড়াই ডিম পোচ করলেন খাগড়াছড়ির তিন যুবক(ভিডিও সহ)

  দেশজুড়েই গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের প্রভাব পড়েছে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তাপদাহে নাকাল হয়ে পড়েছে রাজধানীসহ দেশের বিস্তীর্ণ এলাকার জনজীবন। চলমান তাপদাহ এতোটাই যে, খাগড়াছড়ির রামগড়ের কয়েকজন যুবক একটি ষ্টীলের বসার টুলে কোনো প্রকার আগুনের সাহায্য ছাড়াই ডিম পোচ দেখিয়েছেন। এর এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। শনিবার খাগড়াছড়ির রামগড় উপজেলার বালিপাড়া এলাকার বাসিন্দা সুমন হোসেনের ফেসবুক প্রোফাইলে এ সংক্রান্ত একটি ছবি ও দুইটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, তিনজন যুবক একটি দোকানের বাইরে বেশ কিছুক্ষণ একটি ষ্টীলের তৈরি বসার টুল রেখে দিয়েছেন। তারপর একটি ডিম ভেঙে তার উপর দিয়ে দেন। দেখা যায়, ডিমটি কোনো প্রকার আগুনের সাহায্য ছাড়াই শুধুমাত্র সূর্যের তাপে পোচ হয়ে যায়। ভিডিওটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র ২৪ ঘণ্টায় ভিডিওটি হাজারের বেশি শেয়ার হয়ে গেছে এবং ৫৭ হাজারের বেশি মানুষ এটি দেখেছেন। মোট কথা এটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ছাতা সেজে মাছকে বোকা বানিয়ে শিকার করে , কালো সারস

  শিকারকে বাগে আনতে শিকারী কত রকম কৌশলই না অবলম্বন করে।শিকারীর ফাঁদে পা দিয়ে নিজের জীবন বিপন্ন করছে পশু পাখি। ধরিত্রীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মানুষ হলেও প্রাণীকুলের অন্যান্যদের বুদ্ধিমত্তা অবাক করবে আপনাকেও।  ব্ল্যাক এগ্রেটস বা কালো সারস নামক এক শ্রেণির আফ্রিকান সারস পাখিও তেমনি এক অভিনব কৌশল বেছে নিয়েছে মাছ শিকারের জন্য। তারা নিজেদের ডানাকে ছাতার মতো মেলে ধরে। এর ফলে শুধু যে তাদের তীক্ষ্ণদৃষ্টিই ঢাকা পড়ে, তা নয়; নিরাপত্তার ধোঁকা দিয়ে মাছগুলোকে ডানার নিচে চলে আসতেও প্রলুব্ধ করে। কালো সারসদের ‘ক্যানোপি ফিডিং’ নামক এই শিকারি কৌশলকে মনে করা হয় প্রাণীজগতের সবচেয়ে গোপন কৌশলগুলোর অন্যতম। লম্বা পদযুক্ত এই পাখি অগভীর পানিতে ধীরে ধীরে হেঁটে যায় এবং নিজের ডানা ছড়িয়ে ছাতার মতো করে ফেলে, যেন আলো প্রবেশ করতে না পারে। যদিও আফ্রিকান কালো সারসদের এই অদ্ভুত কৌশল ব্যবহারের কারণ এখনো স্পষ্ট নয়, তবে বিজ্ঞানীরা মনে করেন, কৌশলটির মাধ্যমে পাখিটি নানা সুবিধা পেয়ে থাকে। তবে সবচেয়ে পরিচিত কারণটি হলো, ছোট মাছেরা বড় শিকারিদের কাছ থেকে লুকিয়ে থাকতে চায়। ফলে তারা কালো সারসের ডানার নিচে এসে আশ্রয় নেয়। এতে উল্টো নিজ

ঘূর্ণিঝড় ইয়াস কারনে ভোর থেকে যেসব বিভাগে বৃষ্টি শুরু হতে পারে!

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘ইয়াস’। এদিকে দেশের কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে এবং ঢাকার আকাশেও দুপুর থেকে মেঘ রয়েছে। এগুলো নিম্নচাপের প্রভাব কি-না জানতে চাইলে আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জাগো নিউজকে বলেন, ‘বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, এগুলো তার প্রভাব না। তিনি আরও বলেন, ‘ঘূর্ণিঝড় যে তৈরি হতে যাচ্ছে, এর সাইড-ইফেক্ট আগামীকাল (সোমবার) থেকে কিছুটা পড়তে পারে। আজ শেষ রাত থেকে চট্টগ্রাম, বরিশাল এসব এলাকায় প্রভাব পড়া শুরু করতে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।’ এদিকে বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, এটি আজ (২৩ মে) দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণদক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৫৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। নিম্নচাপ কেন্দ

যে কারণে শ্বশুরবাড়ির লোকজনের কাছে ক্ষমা চাইলেন মাহিয়া মাহি

স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত কয়েকদিন থেকে তারা আলাদা থাকছেন।রোববার সকালে মাহিয়া মাহি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার দিনগত রাতে একটি স্ট্যাটাস দেন মাহি। সেখানে তিনি লেখেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সঙ্গে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।’ মাহি তার পোস্টে শ্বশুরবাড়ির কথা উল্লেখ করেছেন। তিনি লেখেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা।’ ‘আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করব।’তবে বিচ্ছেদের কারণ সম্পর্কে কিছুই জানাননি মাহি। গণমাধ্যমকেও তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার অনুরোধ এ নিয়ে কোনও নেতিবাচক সংবাদ যেন না প্রকাশ হয়। প্রসঙ্গত সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে ২০১৬ সালের ২৪ মে বিয়ে হয় মাহিয়া মাহির।

`করোনা বাড়লে যে কোনো সময় সিদ্ধান্ত পরিবর্তন` জনপ্রশাসন প্রতিমন্ত্রী|

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, মানুষের জীবন-জীবিকা এবং চলাচলে অসুবিধার কথা মাথায় রেখে গণপরিবহন এবং খাবার হোটেল খুলে দেওয়া হয়েছে। করোনা বেড়ে গেলে যে কোনো সময় সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে। আজ রবিবার (২৩ মে) চলমান বিধিনিষেধ ৩০ মে পর্যন্ত বাড়ানো নিয়ে প্রজ্ঞাপন জারির পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, করোনা বেড়ে গেলে আমাদের যে কোনো সময় সিদ্ধান্তের পরিবর্তন করতে হবে। নিজেদের মৃত্যুঝুঁকি থেকে বাঁচানোর জন্য, সুরক্ষার জন্য…। যদি স্বাভাবিক থাকে, তাহলে সামনের সপ্তাহে সব খুলে দিতে পারি। এটা নির্মূল করা কঠিন। যারা ভ্যাকসিন নেননি, তারা ঝুঁকির মধ্যে আছেন। এজন্য মাস্ক পরতে হবে। তিনি বলেন, খাবারের হোটেলগুলো খুলে দিচ্ছি। সে ক্ষেত্রে আমাদের চিন্তা-ভাবনা, এক সপ্তাহের জন্য দিয়েছি। আমরা পর্যবেক্ষণ করব, সবাই মানছে কিনা। পর্যবেক্ষণ করছি এবং সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি বলে নিয়ন্ত্রণে রাখতে পারছি। আরও পড়ুন=রোববার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় বিদ্যালয় মাঠে এ বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে বৃষ্টির জন্য কান্না করেন স্থানীয়রা। স্থানীয়রা জানান, দীর্ঘ

বিয়ের জন্য তামিল ছেলেকে চান, জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা

ভারতের কর্ণাটক রাজ্যে তার জন্ম। সৃষ্টিকর্তা তাকে অপরূপ সৌন্দর্যে সাজিয়ে সৃষ্টি করেছেন। সেই সৌন্দর্যে এখন তিনি মুগ্ধ করছেন সবাইকে। গেলো বছরই খ্যাতি পেয়েছেন ভারতের ‘জাতীয় ক্রাশ’ হিসেবে। হ্যাঁ তিনি রাশমিকা মান্দানা। তেলেগু ও কন্নড় সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিতি পেয়েছেন। কাজ শুরু করেছেন বলিউডেও। এবার রাশমিকার আত্মপ্রকাশ হচ্ছে তামিল সিনেমায়। ‘সুলতান’ নামের একটি তামিল সিনেমায় কাজ করছেন তিনি। এই সিনেমার ইস্যুতেই রাশমিকা জানালেন, তিনি তামিলনাডুর ছেলেকে বিয়ে করতে চান। একটি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাশমিকা মান্দানা বলেন, ‘আমি সত্যিই তামিলনাড়ুর সংস্কৃতি এবং খাবারের প্রতি আকৃষ্ট হয়েছি। বিশেষ করে তামিলনাড়ুর খাবারের প্রেমে পড়েছি। এটি সত্যই সুস্বাদু। আশা করি, কোন তামিল ছেলেকে বিয়ে করব এবং তামিলনাড়ুর পুত্রবধূ হয়ে উঠব।’ উল্লেখ্য, কিছু দিন আগেই বিজয় দেবারাকোন্ডার সঙ্গে রাশমিকার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। একাধিকবার তাদেরকে একান্তে দেখাও গিয়েছিল। তবে তারা প্রেমের বিষয়ে কিছুই জানাননি। তাই এখন দেখার পালা, রাশমিকা শেষ পর্যন্ত কার গলে মালা পরান।

ইসরায়েলের সমর্থকদের চিনে রাখছে বিশ্ব !

ইহুদিবাদী ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির যে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নিয়েছে তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে বলেন, যখন অস্ত্র ও বো’মা নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর বৃষ্টির মতো বর্ষিত হচ্ছে তখন মার্কিন সরকার বিপুল অঙ্কের ক্ষেপণা’স্ত্র তেল আবিবকে দিচ্ছে। এতে করে ইসরায়েলকে আরো বেশি ফিলিস্তিনি শিশুকে হত্যা করতে উৎসাহ করা হচ্ছে। জারিফ আরো লিখেছেন, যুক্তরাষ্ট্র সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে ইসরায়েলের বিরুদ্ধে সামান্যতম নিন্দা প্রস্তাবটিতেও ভেটো দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো লিখেছেন, বিশ্ববাসী ইসরায়েল ও তার সমর্থকদের কদার্য চেহারা চিনে রাখছে। গাজায় ইসরায়েলি বাহিনীর আক্র’মণে বিপর্য’স্ত ফিলিস্তিন। এরমধ্যে গত ৫ মে ইসরায়েলের কাছে সাড়ে ৭৩ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৭ মে) মার্কিন কংগ্রেসের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। এদিকে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে অবশেষে যু’দ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্যপ্রাচ্যের কয়ে

আসল ক্ষেপ’ণাস্ত্র এখনও ব্যবহার করিনি, ইসরা’ইলকে উড়িয়ে দিবো: হা’মাস

ইস’রাইলকে ল’ক্ষ্য করে এখন পর্য’ন্ত যে ক্ষেপ’ণা’স্ত্র’গুলো উৎ’ক্ষে’পণ করা হয়েছে তার সবই পু’রনো ছিল। মূল অ’স্ত্র এখনও ব্যব’হার করা হয়নি বলে জানি’য়েছেন হামা’সের রাজ’নৈতিক ব্যু’রোর উপ-প্র’ধান সালেহ আল আ’রোয়ি। আল-আকসা টি’ভিকে দেওয়া এক সা’ক্ষাৎকারে তিনি বলেন, আমাদের কয়ে’ক জন ক’মা’ন্ডা’রের শাহা’দা’তের কারণে প্র’তি’রোধ সংগ্রাম দুর্ব’ল হয়ে পড়বে এটা ভাবা ঠিক হবে না। শ’ত্রু’দের এমন ভা’বনা মা’রা’ত্ম’ক ভুল। বা’স্তবে প্র’তি’রোধ সং’গ্রাম প্রতি’দিনই আরও শ’ক্তি’শা’লী হবে। হামাসের এই নেতা বলেন, প্র’তি’রোধ সংগ্রামী’রা মাসের পর মাস শ’ত্রু’দের বিরু’দ্ধে ল’ড়াই চা’লিয়ে যাওয়ার সক্ষ’মতা রাখে। দখ’লদার ইস’রাইলের বেন গু”রিয়ন বিমা’নব’ন্দরের পর এবার ‘রামুন’ বিমা’নব’ন্দরে ক্ষে’পণা’স্ত্র হাম’লা চা’লি’য়েছি আমরা। এদিকে হা’মা’সের সামরিক শাখা ইয্যা’দ্দিন কাস্সাম ব্রি’গেডের মুখ’পাত্র আবু ওবায়দা বলেছেন, আজ (বৃহস্পতিবার) ইসরা’য়েলের দক্ষি’ণাঞ্চ’লের রামুন বিমা’ন’বন্দরে মধ্য পা’ল্লার ক্ষে’প’ণাস্ত্র ‘আ’ইয়াশ’ এর সা’হায্যে হা’মলা চা’লানো হয়েছে। গাজা থেকে বিমা’নবন্দ’রটির দূরত্ব ২২০ কিলো’মিটার, সেখানে ২৫০ কিলো’মিটার পাল্লার ক্ষেপ’ণ

ফিলিস্তি’নিদের শর্ত মেনে নিতে বা’ধ্য হবে ইসরাইল : হামাস

অবরুদ্ধ গাজা উপত্যকার উপর সর্বাত্মক সামরিক আগ্রাসন সত্ত্বেও যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিরোধ সংগ্রামীদের পূর্বশর্ত মেনে নিতে ইহুদিবাদী ইসরাইল বাধ্য হবে- বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু। তিনি সোমবার গাজায় এক বক্তব্যে বলেন, যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য সংগ্রামী সংগঠনগুলোর বেধে দেয়া পূর্বশর্ত মেনে না নেয়ার জন্য ইহুদিবাদী ইসরাইল সময়ক্ষেপণ করছে এবং নিজের পরাজয় ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। তিনি বলেন, “তার পছন্দ হোক বা না হোক, আজ হোক কিংবা কাল ইসরাইল সরকারকে প্রতিরোধ সংগঠনগুলোর পূর্বশর্ত মেনে নিতেই হবে।” হামাসের মুখপাত্র বলেন, ফিলিস্তিনি সংগ্রামী সংগঠনগুলোর স’ঙ্গে দিনের আলোতে পেরে না উঠে দখলদার ইসরাইল রাতের অন্ধকারে গাজার বেসামরিক জনগোষ্ঠীকে তার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করছে। এ ধরনের মানবতাবিরোধী হামলা দখলদার ইসরাইলের পাশবিক ও নৃশংস চরিত্রকে আবারো বিশ্ববাসীর সামনে উন্মোচন করে দিয়েছে। কানু বলেন, “কিন্তু ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি ভেবে থাকেন তিনি এ ধরনের কাপুরুষোচিত হামলার মাধ্যমে ফিলি’স্তিনি প্র

ইসরায়েলকে সমর্থন দিলেই ১০ বছর কারাদণ্ড: কুয়েত

সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা বাস্তব জীবনে ইসরায়েলকে সমর্থন জানালে ১০ বছর কারাদণ্ড ও পাঁচ হাজার দিরহাম জরিমানার ঘোষণা দিয়েছে কুয়েতি সরকার। আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন বিনোয়োগ ব্যাংকার-উদ্যোক্তা ও ক্যাপিটল মার্কেটের উপদেষ্টা মীর মোহাম্মদ আলী খানের একটি টুইট পোস্টের বরাতে এমন খবর দিয়েছে পাকিস্তানি গণমাধ্যম এমএমএননিউজ টিভি। আজ বুধবার (১৯ মে) কুয়েত সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি এই পোস্ট দিয়েছেন। মীর মোহাম্মদ আলী বলেন, কুয়েত সরকারকে অভিবাদন। দেশটি একটি আইন জারি করেছে, যাতে কেউ সামাজিকমাধ্যম ও বাস্তবজীবনে ইসরায়েলকে সমর্থন করলে ১০ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার দিরহাম জরিমানার মুখে পড়বে। এর আগে, ফিলিস্তিনি নাগরিকদের বৈধ অধিকারের সমর্থনে নিজের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন কুয়েতের প্রধানমন্ত্রী সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ।

অধিক লাভজনক ফসল এলাচ, বিঘা প্রতি আয় ১০ লাখ টাকা

ঔষুধ হিসাবে ছোট এলাচ (সবুজ এলাচ) একটি মশলা, চর্বণসংক্রান্ত এবং, ঔষধ হিসাবে ব্যবহৃত হয়। এলাচ চাষে ১ বিঘা জমি থেকে ১০ লাখ টাকা আয় করা সম্ভব। যা এখন পর্যন্ত এমন কোন ফল বা ফসল বাংলাদেশে নাই যাতে প্রতি বিঘায় আয় হবে। এলাচ চাষে ১ বিঘা জমি থেকে ১০ লাখ টাকা আয় লেখাটি লিখেছেন মোঃ মাশরেফুল আলম ,কৃষি সম্প্রসারণ অফিসার।এলাচ একটি মসলা জাতীয় উদ্ভিদ। এ গাছের ফল মসলা হিসেবে খাওয়া হয়। এলাচ খাবার এবং পানীয় উভয় প্রকারে স্বাদ এবং রান্না মশলা হিসাবে ব্যবহার করা হয়। এলাচের বর্তমান বাজার মূল্য ১৩০০ টাকা/ কেজি (যদিও এখন প্রায় তিনগুণ)। যদি পাইকারী দামে এলাচ বিক্রয় ধরা হয় ১০০০ টাকা, তবে বিঘা প্রতি উৎপাদান হয় সর্বনিম্ন ৬০০ কেজি থেকে সর্বোচ্চ ১০০০ কেজি। সেই হিসাবে বিঘা প্রতি ১০০০×১০০০=১০,০০,০০০/ (দশ লক্ষ টাকা) আয় করা সম্ভব। এলাচের (Cardamon ) চাষের জমিঃ উর্বর মাটি এবং হালকা রোদ্র-ছায়া যুক্ত জায়গায় এলাচ গাছ ভালো জন্মায়। ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় ছায়ার মধ্যে এলাচ গাছের ফলন ভালো হয়। এলাচ চাষের ক্ষেত্রে আলাদা কোনো জমির প্রয়োজন হয় না। অন্য গাছের ছায়ার নিচে অর্থাৎ মেহগনি, আকাশমনি বা এ জাতীয় বাগানের ভিতর (গাছের ছায়ায

ইসরায়েলের কোকাকোলা বয়কটের ডাক মালয়েশিয়ায়

মালয়েশিয়ায় সফট ড্রিঙ্কস জায়ান্ট কোকাকোলা বয়কটের ডাক দিয়েছে একটি মুসলিম গ্রুপ। এরপর প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বে যেকোনোও ধর্মীয় ইস্যুতে তাদের অবস্থান নিরপেক্ষ। খবর ফ্রি মালয়েশিয়া টুডের। মালয়েশিয়ার পেরসাতুয়ান পেংগুনা ইসলাম মালয়েশিয়া (পিপিআইএম) এই বয়কটের ডাক দিয়েছে। গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর ইসরায়েল সংশ্লিষ্টতার কারণে কোকাকোলা বয়কটের ডাক দেয় পিপিআইএম। এরপর কোকাকোলা মালয়েশিয়া জানিয়েছে, ইসরায়েল এবং গাজায় চলমান সহিংসতায় তারা উদ্বিগ্ন। এটা ওই অঞ্চলের কমিউনিটিগুলোর ওপর মারাত্মক প্রভাব ফেলছে। তারা জানায়, ১৯৯৮ সাল থেকে ফিলিস্তিনে পণ্য বিক্রি করছে কোকাকোলা এবং ওই অঞ্চলে সবচেয়ে বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানগুলোর একটি তাদের। সফট ড্রিঙ্কস প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি বলছে, তাদের সব পণ্য ‘মালয়েশিয়ানদের জন্য এবং মালয়েশিয়ানদের দ্বারা’ মালয়েশিয়ায় তৈরি হয়। তাই বয়কটের প্রথম ধাক্কাটা পড়বে স্থানীয় কর্মীদের ওপর।

পেঁয়াজ বীজ চাষ করে, কোটিপতি সাহিদা বেগম!

পেঁয়াজের বীজ চাষ করে আত্মনির্ভরশীল তো বটেই বরং অনন্য উদাহরণ স্থাপন করেছেন ফরিদপুর জেলার সাহিদা বেগম। তিনি জানান, প্রায় ১৮-১৯ বছর ধরে পেঁয়াজের বীজের আবাদ করছেন। চলতি বছরে তিনি ৩৫ একর জমি চাষাবাদ করে প্রায় ২০০ মণ পেঁয়াজের বীজ উৎপাদন করেছেন। মৌসুমে এই বীজ মণ প্রতি ২ লাখ টাকা করে দাম পেয়েছেন। কৃষি তথ্য সার্ভিসের তথ্য বলছে, চলতি মৌসুমে পেঁয়াজের বীজ বিক্রি হয়েছে ৫-৮ হাজার টাকা কেজি দরে। সাহিদা বলেন, ‘কৃষক পরিবারের বউ হওয়ার কারণে ‌আগে থেকেই নানা কৃষিকাজের সাথে পরিচয় ছিলো। আমার শ্বশুর মূলত পেঁয়াজের বীজ উৎপাদনের আগ্রহী ছিলেন। অনেকটা শখের বশেই এই চাষ শুরু করা।’ তিনি জানান, ২০০৪ সালে দ্বিতীয় সন্তান জন্মের আগে ২০ শতক জমিতে পেঁয়াজের বীজ চাষ করেন। সে বছর মাত্র দুই মণ বীজ উৎপাদিত হয়েছিলো। সেগুলো বিক্রি করে পেয়েছিলেন ৮০ হাজার টাকা। পরের বছর আরো বেশি পরিমাণ জমিতে পেঁয়াজের চাষ করতে শুরু করেন। সে বছর পান ১৩ মণ বীজ। সাহিদা বলেন, ‘বীজ বিক্রি করে দেখলাম যে আমি ভালোই লাভবান। পরের বছর আরো জমি বাড়াইলাম। ৩২ মণ বীজ উঠলো। এভাবেই আমার ওঠা। এর পর আর থেমে থাকিনি। গত বছর ১৫ একর আর চলতি বছর ৩৫ একর জমিত

বাকি জীবনটা সুখে কা’টাতে তাকেই পাশে চাই : শাকিব

বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান বর্তমান সময় সিনেমা’র কাজ নিয়েই বেশি ব্যস্ত থেকন। এই জনপ্রিয় নায়ক একটা সময় নায়িকা অ’পু বিশ্বা’সের সঙ্গে জুটি বেধে অসংখ্য সিনেমায় অ’ভিনয় করেছেন। আর একটা সময় তাদের মধ্যে প্রে’মের স’ম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা বিয়ে করলেও অনেক পরে তা প্রকাশ্যে আসে। কিন্তু তারা আর এক সঙ্গে থাকতে পারেনি। এদিকে, ৪২তম জন্ম’দিনটাও কাটিয়েছেন সেই শুটিংসেটে পাবনায়। তাই শুটিংস্পটে দারুণ উপভোগ করছেন তিনি। অন্তরাত্মা নিয়ে শাকিব বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহে সিনেমাটির কাজ শেষ হবে। বেশ গোছানো সিনেমা। তাই কাজটা খুব উপভোগ করছি। জন্ম’দিনের সবচেয়ে প্রিয় উপহার কি জানতে চাইলে শাকিব বলেন, ভক্তদের ভালবাসাটাই আসলে সবচেয়ে বড় উপহার। অনেক ভক্ত অন্ধের মতো আমাকে ভালবাসেন। আমা’র জন্ম’দিনটা উদযাপন করেন। এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি। আমা’র জন্য সবচেয়ে বড় শক্তি। এসময় নিজের বিয়ে নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ’মে’য়ে খুঁজছি। লক্ষ্মী একটা মে’য়ে চাই। ভালো একটা মে’য়ে বিয়ে করতে রাজি হলেই আমি খুশি। যে আমাকে, আমা’র সংসারকে আগলে রাখবে। বাকি জীবনটা সুখে কা’টাতে তাকেই পাশে চাই।’ উল্লেখ্য, এই জনপ্রিয় নায়ক বর্তম

আল আকসায় হামলা: খেপেছেন এরদোয়ান

জেরুজালামের আল আকসা মসজিদে ইসরাইলের হামলাকে ‘জঘন্য’ উল্লেখ করে ফিলিস্তিনিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র উল্লেখ করে শনিবার (০৮ মে) এরদোয়ান টুইটারে লিখেন, ‘আমাদের প্রথম কিবলা আল আকসা মসজিদে ইসরাইলের জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। দুর্ভাগ্যক্রমে প্রতি রমজানে ইসরাইল এই হামলা চালায়।’ এরদোয়ান আরও লেখেন , ‘একজন তুরস্কের নাগরিক হিসেবে যে কোনো পরিস্থিতে আমরা ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে দাঁড়াব।’এছাড়া শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ইসরাইল নিষ্ঠুর ও সন্ত্রাসবাদী রাষ্ট্র। তারা ক্রমাগত মুসলমানদের ওপর আক্রমণ চালাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমি জাতিসংঘ এবং সব মুসলিম সংগঠনকে এই গুরুতর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আহবান জানাচ্ছি।’এদিকে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদের কাছে দ্বিতীয় রাতের মতো পুলিশ এবং ফিলিস্তিনিদের ব্যাপক সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এবং আল-জাজিরা। এতে অনেক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিবিসি জানায়, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছে এবং পুরন

খাটের নীচ থেকে হটাৎ বেরিয়ে আসল সবুজ রঙের বিষধর সাপ, রেগে গিয়ে ফোঁস করল, তুমুল ভাইরাল ভিডিও

সাপ মানেই অতি আত’ঙ্কের এক প্রাণী। প্রতি বছরই বিশেষত বর্ষার দিকে গ্রামে-গঞ্জে অনেক মানুষের মৃ–‘ত্যু হয় এই বি’ষধর সা’পের কা’ম’ড়ের ফলে। সব সাপ বিষাক্ত না হলেও সাপের প্রতি ভয় মানুষের জন্মগত। মানুষ সা’পকে ভ’য় পেলেও, ভয় আর ভ’ক্তি দিয়ে মা মনসার পূজা করে। দেবাদিদেব মহাদেবের গলাতেও দেখা যায় সাপ। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেল এক সবুজ রঙের সাপকে। সাপটি দেখতে বেশ সুন্দর। চেহারাগত দিক থেকে অন্যান্য সাপেদের থেকে একেবারেই আলাদা ধরনের এই সাপটি। দেখতে সুন্দর হলেও সাপটি কিন্তু ভীষণ তেজী প্রকৃতির। সব সময় যেন একেবারে আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গিয়েছে এই বিশেষ প্রকৃতির সাপটিকে। “নাগ লোক” নামক একটি ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা ভিডিওতে আদ্যোপান্ত সবুজ রঙের এক সাপের খোঁজ মিলল। ভিডিওটির প্রথমে দেখা গিয়েছে, গৃহস্থের বাড়িতে একেবারে বেড রুমের মধ্যে ঢুকে গিয়েছে সাপ। তাকে ঘর থেকে বের করার জন্য ডেকে আনা হয়েছে জনৈক সর্প বিশারদ বা সাপ ধরতে বিশেষজ্ঞ এক ব্যক্তিকে।  সাপ ধরতে আসা ওই ব্যক্তি একটি স্টিলের লাঠি দিয়ে সাপটিকে তাড়া করলে, জানালার গা বেয়ে সাপটি একেবারে ঘরের মেঝেতে এসে পড়ে। তৎক্ষণাৎ আর

বারবার ন্যাড়া করলে আসলে চুল ঘন হয় কিনা,বৈজ্ঞানিকরা চমৎকার তথ্য দিলেন

  প্রাচীনকাল থেকেই সমাজে প্রচলিত নানা কথা আমরা নির্দ্বিধায় বিশ্বাস করি। তেমনি একটি কথা হচ্ছে, মাথা ন্যাড়া করলে পাতলা চুল ঘন হয়ে গজায়। কিন্তু কখনো কি আমরা একথার বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে ভেবেছি? আসুন জেনে নেই বিজ্ঞান কি বলে… বৈজ্ঞানিকরা বলেন, শরীরের জিনই মানুষের সমস্ত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। চুলও তার ব্যতিক্রম নয়। চুল ন্যাড়া করার অর্থ হচ্ছে মাথার উপরে তুলে যতটুকু অংশ আছে শুধু এটুকুই ফেলে দেওয়া। এর ফলে আপনার হেয়ার ফলিকলের স্বাস্থ্যন্নতি হওয়া সম্ভব নয়। এজন্য চুলের স্বাস্থ্য ভালো রাখতে ছোট-বড় সবারই ন্যাড়া হওয়ার তেমন প্রয়োজন নেই। তবে তিন চার মাস পর পর চুলের আগা কেটে নিলে চুল সুন্দর থাকে। মাথা ন্যাড়া করার পর একটু লক্ষ্য করলে দেখা যায় নতুন চুল যখন গজালো সেই একই ধরনের চুল হলো। এজন্য চুলের স্বাস্থ্য ভালো রাখতে ছোট-বড় সবারই ন্যাড়া হওয়ার তেমন প্রয়োজন নেই। যদি পরিবারে ঘন চুল না থাকে সেক্ষেত্রে ঘন চুল হওয়ার সম্ভাবনা কম। চুলের বিকাশও জিনগত প্রক্রিয়া।

এক ধনী ব্যক্তি ঘোষণা করলেন, যে তার কুমির চাষের পুকুরটি সাঁতরে পার হবে তাকে তার কন্যার সাথে

একজন বিরাট ধনী তার বাগান বাড়ির পেছনের পুকুরে কুমির পুষতেন। একদিন তিনি তার বাড়িতে বিশাল এক পার্টি দিলেন। নানা জায়গা থেকে বহু লোক এলো সেই পার্টিতে। প্রচুর মদ্যপান আর খাওয়া দাওয়ার পরে পুরাতন কালের মহারাজদের স্টাইলে ধনী লোকটি ঘোষণা করলেন, যে সাহস করে কুমির ভর্তি পুকুরটি সাঁতরে পার হতে পারবে তাকে তিনি হয় এক কোটি টাকা দেবেন না হয় তিনি তার কাছে তার সুন্দরী কন্যাকে সমর্পণ করবেন। কথাটি শেষ না হতেই ঝপাং করে একটি শব্দ। দেখা গেল এক জন লোক প্রানপণে সাঁতরাচ্ছে আর তার পিছনে তিনটা কুমির তাড়া করছে। সবাই পাড় থেকে লোকটা কে অজস্র উৎসাহ জুগিয়ে চলল। লোকটা অবশ্যই ভালই সাঁতার কাটে। কোন মতে হাঁপাতে হাঁপাতে অক্ষত অবস্থায় অন্য পাড়ে উঠলো। ধনী লোকটি এগিয়ে এসে লোকটির হাত ধরে বললেন, আমি বিশ্বাস করতে পারিনি এত সাহস দেখানোর মত ক্ষমতা কারও থাকতে পারে। ইয়ং ম্যান তুমি কি চাও?আমার কন্যা, -না এক কোটি টাকা? লোকটি তখনও হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতে বলল, আমি আপনার কন্যাকেও চাইনা, আপনার এক কোটি টাকাও পেতে চাই না।আমি শুধু জানতে চাই কোন শালায় আমারে ধাক্কা মারছে।!

হাত নেই, তবুও ২৮ বছর ধরে এভাবেই বৃদ্ধ মা’কে খাওয়ান এক প্রতিবন্ধী

মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। যারা বৃদ্ধ মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে সামান্য পিছ পা হয় না। তাদের জন্য উজ্জল দৃষ্ঠান্ত এই প্রতিবন্ধী। যার দুটি হাত না থাকার পরেও মা’কে ভালোবেসে ২৮ বছর ধরে প্রতিদিন মুখ দিয়ে চামচের মাধ্যমে বৃ্দ্ধ মায়ের মুখে খাবার তুলে দেন চেন নামের এক প্রতিবন্ধী। সত্যিই এটা মায়ের প্রতি ভালোবাসার অনন্য এক দৃষ্টান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই খবরটি রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। প্রতিবন্ধী ওই ব্যক্তির নাম চেন ঝেনগিং। চিনের দক্ষিণ পশ্চিম এলাকায় তার বসবাস। যখন তার বয়স সাত বছর তখন বড় ধরনের ইলেকট্রিক শক খেয়ে দুটো হাতই নষ্ট হয়ে গিয়েছিলো। এদিকে মা গত বছর জুলাই থেকে প্যারালাইস হওয়ার পর থেকে শরীর নাড়াতে পারে না। চেনের বর্তমান বয়স ৪৮। আজ থেকে ২৮ বছর আগে বাবাকেও হারিয়েছেন তিনি। বৃদ্ধ মাকে দেখা শোনা না করে অন্য ভাই বোনেরা পরিবার থেকে সরে গেছে বহু আগে। কিন্তু মায়ের ভালবাসা ছেড়ে কোথাও যায়নি চেন। তাই তো ২৮ বছর ধরে দুই হাত না থাকলেও মুখ দিয়েই শয্যাসায়ি মায়ের মুখে খাবার তুলে দেন চেন। চেন বলছেন, শীতের সময়টাতেই বেশি কষ্ট হয়। কারণ হাত নেই বলে মোজা পরতে পারে না। ওর চিন্তায় এখনই এটা

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মমতায় ভরা সুন্দর একটি ঘটনা , অসুস্থ বাচ্চাকে নিয়ে হাসপাতালে হাজির বিড়াল মা !

হৃদয় জমে ক্ষীর হয়ে যাওয়ার মতই একটা সুন্দর ঘ’টনা ঘ’টেছে তুরস্কের ইস্তাম্বুলের একটি হাসপাতালে। পথের ধারের একটি মা বিড়াল তার অসুস্থ শিশুকে নিয়ে হাজির হয়েছে সেখানে।ভাগ্য ভালো যে, বিড়ালটি একেবারে সঠিক জায়গাতেই তার সন্তানকে নিয়ে হাজির হয়েছে। ঠিক হাসপাতালটির ডাক্তার নার্সদের কাছেই বিড়ালটি তার শিশুকে মুখে করে নিয়ে যায়। ডাক্তাররাও হতা’শ করেননি। চরম পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। ছোট্ট কটন বলের মত সুন্দর আর নরম বিড়ালছানাটিকে তারা তু’লে নিয়েছেন কোলে। পরীক্ষা করে দেখেছেন, বিড়ালটির বিশেষ কোন সমস্যা আছে কিনা। সঙ্গে তাদেরকে কিছু দুধ আর খাবার দিয়ে আপ্যায়নও করা হয়। এসব পেয়ে তারাও একটু শান্ত হয়।মা ও ছানা উভয়েরই স্বাস্থ্য ঠিক আছে বলে জানা গেলেও পরে তাদের পশু ডাক্তারের কাছেও পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।মেরভ ওযকান নামের একটি টুইটার একাউন্ট থেকে এই বিড়াল মা ও বিড়ালছানার ছবি পোস্ট করা হয়। এরপর থেকেই ভাইরাল হয়ে পড়ে ঘ’টনাটি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 

যেভাবে গ্যাস থেকে সৃষ্ট পেট ব্যথা দূর করবেন

খাবারের অনিয়ম বা জীবনযাপন পদ্ধতি পরিবর্তনের কারণে অনেকেই গ্যাস থেকে সৃষ্ট পেট ব্যথা ভোগেন। অনেক সময় এমন ব্যথা মা’রাত্ম’ক আকার ধারণ করে। এjতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। গ্যাসের ব্যথা কমাতে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন- ব্যায়াম : গ্যাসের ব্যথা কমাতে কিছু ব্যায়াম করতে পারেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ব্যায়াম করলে গ্যাসের ব্যথা কিছুটা হলেও নিরাময় হয়। এজন্য মেঝেতে উপুর হয়ে বসে পা দুটি সাইকেল চালানোর মতো রেখে হাত দুটি পাশে রাখুন। বড় করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে ছাড়ুন। এতে গ্যাস থেকে মুক্তি পাবেন। খাওয়ার পরে কিছুটা হাঁটলেও গ্যাসের সমস্যা কমে। এছাড়া গ্যাসের সমস্যা কমাতে নিয়মিত যোগব্যায়াম করতে পারেন। পুদিনা পাতা : গবেষণায় দেখা গেছে, পুদিনা পাতার তেল ডায়রিয়া, গ্যাস, কোষ্ঠকাঠিন্য দূর করতে ভূমিকা রাখে। পুদিনা পাতায় থাকা অ্যান্টিপেসমোডিক গুণাগুণ পেটের ব্যথা কমাতে সাহায্য করে। যারা নিয়মিত গ্যাসের ব্যথায় ভোগেন তারা খাওয়ার আধঘন্টা আগে পুদিনা পাতার ক্যাপসুল খেতে পারেন। গ্যাসের ব্যথা নিরাময়ে এই পাতার রস, তেলও খেতে পারেন। হিট প্যাড : কিছু গবেষণা বলছে, হিটিং প্যাড ব্যবহার করলে অতিরিক্ত গ

দিঘার সমুদ্রে ধরা পড়লো ৬০০ কেজি ওজনের হাঙ্গর’ দাম ৮০ হাজার।

সমুদ্রে মাছ ধ’রাকালীন প্রায়শই মৎস্যজীবীদের জালে বড়ো বড়ো সামুদ্রিক মাছ উঠে আসে। সেই সামুদ্রিক মাছ নিলামে বেশ ভালো দরেই বিক্রি হয়ে থাকে। এবারেও কিন্তু তার অন্যথা হলো না।  সম্প্রতি দিঘায় মৎস্যজীবীদের জালে ধ’রা পড়েছে বিশাল আকৃতির এক হা’ঙ্গর! প্রায় ৬০০ কেজি ওজনের ওই হা’ঙ্গরকে দানবের স’ঙ্গে তুলনা করলেও কিছু বেশি বলা হয় না। মৎস্যজী.বীদের জালে এই বিশাল আকৃতির হা’ঙ্গর ধ’রা পড়তেই দীঘার সমুদ্র সৈকতে নিমেষের মধ্যে খবর ছড়িয়ে যায়। হা’ঙ্গর দেখতে সমুদ্র সৈকতে ভিড় জমান পর্যটকরা এবং স্থানীয়রা। হা’ঙ্গর দেখতে সমুদ্র সৈকতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। উৎসাহী মানুষদের মধ্যে হাঙরের ছবি ক্যামেরা বন্দী করার হিড়িক পড়ে যায়। দানব আকৃতির মাছ উ’দ্ধারকে কেন্দ্র করে এদিন দীঘার সমুদ্র সৈকতে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।এদিকে সমুদ্রগ’র্ভ থেকে দানব আকৃতির সামুদ্রিক হাঙর উ’দ্ধার করার পর মৎস্যজীবীরা সেটিকে দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে আসেন। সেখানেই হাঙরটিকে কেন্দ্র করে দীর্ঘক্ষন দরাদরি চলে। শেষমেষ সিরাজ খান নামক এক ব্যবসায়ী মৎস্যজীবীদের থেকে মাছটি কিনে নেন। ৮০ হাজার টাকার বিনিময়ে মৎস্যজীবীদের থেকে