সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ও ৬

ফুটপাতেই ১০ বছর ভিক্ষুক জীবন কাটালেন পুলিশ কর্মকর্তা

মনীষ মিশ্র, ছিলেন ভারতের মধ্যপ্রদেশ পুলিশের দক্ষ শু’টার। গত এক দশক ধরে ভিক্ষুকের মতো ঘুরছেন পথে পথে। ১০ বছর ধরে ঠিকানা তার ফুটপাত। কেউ করুণা করলে খাবার জুটেছে, না হলে অভুক্ত সারা দিন। পরিবার-পরিজন সবই আছে তার। কিন্তু সব থেকেও কিছুই যেন তার নেই। জানা গেছে, মানসিক ভারসাম্য হা’রানোর পরই মনীষের জীবনে সবকিছু তালগোল পাকিয়ে যায়। একসময় পুলিশের চাকরিটা চলে যায় তার। আর ‘পাগল’ ছেলে কোথায় কী করে বসে, তাই পরিবারও দূরে ঠেলে দেয়। এভাবেই চলে যাচ্ছিল তার ভবঘুরে জীবন। পুরনো ব্যাচমেটদের সঙ্গে হঠাৎ দেখা হয় তার। মনীষকে দেখে তারা চিনতে পারেননি। কিন্তু মনীষের চিনতে ভুল হয়নি। এরপর যা ঘটে, তা কম নাটকীয় নয়। মধ্যপ্রদেশ উপনির্বাচনের ফল ঘোষণার পর রাস্তায় বেরিয়েছিল বিজয় মিছিল। সেই মিছিল ঘিরে অপ্রীতিকর কিছু যাতে না ঘটে তা দেখার দায়িত্বে ছিলেন ডিএসপি রত্নেশ তোমর ও বিজয় ভাদোরিয়া। ফুটপাতে হঠাৎ তাদের নজর যায় এক ভিক্ষুকের দিকে। কী মনে করে পরনের ভালো জ্যাকেটটি পুলিশ অফিসার বিজয় তার হাতে তুলে দেন। রত্নেশ সিং তোমর দেন একজোড়া নতুন জুতা। ফিরেই আসছিলেন তারা। কিন্তু ওই ভিক্ষুক ভাদোরিয়ার নাম ধরে ডাকায় বিস্মিত হন অফিসার। কিছুক্ষ

প্রভাবশালীরা পানি না দেয়ায় অনাবাদী থেকে গেল ৪০ বিঘা জমি

আর মাস দেড়েক পরই শুরু হবে ফসলি জমির ধান কাটা। ধান পেকে মাঠ হয়ে উঠবে সোনালী। আশপাশের সব জমির ধান গাছ বড় হতে শুরু করেছে। চোখের সামনে অন্য কৃষকের জমির ধানকাটা দেখলেও এবার নিজের জমিতে ফসল ফলাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বৃদ্ধ কৃষক ইউনুছ মিয়া। প্রভাবশালীদের দাপটে ৪০ বিঘা জমিতে ধান চাষ করতে পারেননি এই বৃদ্ধ। এসব জমি থেকে প্রতি বছর প্রায় ১২শ মণ ধান উৎপাদন হত। উপজেলার পত্তন ইউনিয়নে আতকাপাড়ার এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেয়ার পর তদন্তকারী কর্মকর্তা টালবাহানা শুরু করেন। অভিযোগের প্রায় দুইমাস পর তদন্তে আসে কৃষি অফিসের দল। অভিযোগ রয়েছে, উপজেলা কৃষি কর্মকর্তা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টাও করছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মনিপুর গ্রামের আতকাপাড়ার বাসিন্দা বৃদ্ধ ইউনুছ মিয়া পেশায় একজন কৃষক। তার ছেলে লিলু মিয়া সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। তিতাস নদীর ওপর দিয়ে বিজয়নগর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে সংযোগ স্থাপনকারী সীমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পাশের হাইখোলা মৌজায় ছয়টি বিএস দাগে ২৯৩ শতক ও ক্রয়সূত্রে দলিলমূলে আরও কিছু নাল জমির মালিক লিলু মিয়া। তিনি এসব জমি স্থানীয় কৃষকদের

মাত্র পাওয়াঃ স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই ২ এপ্রিল পরীক্ষা!

আগামী ২ এপ্রিল দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এবার ১০ হাজার ৬৬৭টি আসনে লড়ছেন ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন ছাত্রছাত্রী। করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনেই সারা দেশে ১৯টি কেন্দ্রে এবং ১ হাজার ৭৬২টি হলে নেওয়া হচ্ছে এই পরীক্ষা। রাজধানী ঢাকায় ৭৩১টি হলে ৪৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।’ পূর্বের চারটির মতো এবারও সুষ্ঠু ও নিখুঁতভাবে এমবিবিএস পরীক্ষা সম্পন্ন করতে কাজ করছে ওভার সাইট কমিটি। এই কমিটির প্রধান হলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। সোমবার (২২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরে তার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকায় কঠোর নিরাপত্তা ও শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই এমবিবিএস পৃষ্ঠা পরীক্ষা নেওয়া হবে। এছাড়া আগামী ৩০ এপ্রিল ডেন্টালে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশে বর্তমানে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসনসংখ্যা ৪ হাজার ৩৫০টি। আর ৭০টি বেসরকারি মেডিক্যাল কলেজে আরো ৬

কাতার প্রবাসে থেকেও বিসিএস ক্যাডার হলেন সুলতানা

ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী রহিমা সুলতানা। তিন ভাই ছয় বোনের মধ্যে সুলতানা পঞ্চম। বাবা আলী আকবর ভূঁঞা ছিলেন পোস্ট মাস্টার (অবসরপ্রাপ্ত)। মা রাজিয়া আক্তার গৃহিণী। সব মা-বাবার স্বপ্ন থাকে সন্তান উচ্চশিক্ষিত হয়ে মুখ উজ্জ্বল করবে, দেশ ও দশের কল্যাণে কাজ করবে। সব বাধা পেরিয়ে সুলতানা তার মা-বাবার মুখ উজ্জ্বল করেছেন।  বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৮তম ব্যাচের শিক্ষা ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন রহিমা সুলতানা।আনন্দমোহন কলেজে অনার্স দ্বিতীয় বর্ষ পড়াকালীন সুলতানার বিয়ে হয়ে যায়। এরপর পড়াশোনায় ভাটা পড়ে। স্বামী শিবলী নোমান কাতার আওকাফে চাকরি করেন। ফলে বিয়ের পর সুলতানাকে কাতারে নিয়ে যান। ২০১৪ সালে কন্যাসন্তানের জন্ম হয় তার। এখন তার সন্তানের ছয় বছর।দেশের বাইরে থাকায় অনার্সের ক্লাস করতে পারেননি তিনি। যখন পরীক্ষায় সময় হতো তখন পরীক্ষা দেয়ার জন্য দেশে আসতেন। এ অবস্থায় অনার্স শেষ করা কঠিন হয়ে পড়ে তার। রহিমার আত্মবিশ্বাস ছিল। তাই বিয়ের পর দেশের বাইরে গিয়েও থেমে থাকেননি। উৎসাহ আর উদ্দীপনা নিয়ে পড়াশোনা চালিয়ে যান তিনি।রহিমা সুলতানা পড়াশোনা আর সংসার চালানোর পাশাপাশি ওমানে ২০১২

এএসপি স্ত্রী-এসআই স্বামীর ছবি ভাইরাল, প্রশংসায় ভাসছেন পুলিশ দম্পতি

ফেসবুকে সম্প্রতি এক পুলিশ দম্পতির ছবি ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যায় পুলিশের উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল ঘোষ জিতু ও তার স্ত্রী পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) উর্মী দেবের ছবি ফেসবুকে পোস্ট করেন। ‘পুলিশিং পেশার ব্যাপারে যাদের একটু ধারণা আছে তারা বলতে পারবেন অবস্থানগত দিক থেকে আমার সহধ'র্মিণীর অবস্থান আমার থেকে কতটা ওপরে। না, আমাদের বিয়ের পর আমাদের কারও চাকরি হয়নি। আমার ও আমার সহধ'র্মিণী অবস্থানের এই আকাশ-পাতাল পার্থক্যের তোয়াক্কা না করে এই দেবীতুল্য মানুষটা আমাকে আপন করে নিয়েছিলেন। যখন অহরহ পোস্ট দেখি মেয়েরা লোভী হয়, মেয়েরা বিসিএস স্বামী খুঁজে পেলে সব ছাড়তে পারে, মেয়েরা টাকা আর অবস্থান ছাড়া আর কিছু বোঝে না, আমার তখন খুব হাসি পায়। মায়ের জাত নিয়ে কী আমাদের চিন্তাধারা এটা ভেবে। একজন বিসিএস কর্মকর্তা যে কিনা আমার মতো একজন সামান্য মানুষকে এতটা আপন করে নিয়েছেন তিনিও তো একজন মেয়ে।’ খোঁজ নিয়ে জানা গেছে ২০২০ সালের ৩০ নভেম্বর তারা দুজনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। আগে থেকেই পরিচিত হলেও তারা পারিবারিকভাবেই বিয়ে করেন। গণমাধ্যমকে উজ্জ্বল ঘোষ জিতু বলেন, অন্যান্য পোস্টের মতো ফেসবুকে

এই প্রথম পুকুরে পাওয়া গেল ইলিশ মাছ চাষে সফলতা!

বদ্ধ জলা’শয়ে ইলিশ মাছ চাষ নিয়ে ব্যাপক গবেষণার কাজে বড় ধরনের সফলতা আনার সুযোগ সৃষ্টি হয়েছে। কারণ একটি মাছের ঘেরে পাওয়া গেছে এক কেজি ওজনের আটটি ইলিশ। শুক্রবার ভোলার চরফ্যাসন উপজে’লায় চর কুকরি মুকরিতে চেয়ারম্যান আবুল হাসেম মহাজনের ঘেরে ওই মাছগুলো পাওয়া যায়।উন্নয়নকর্মী আনিচ হাওলাদার জানান, সকালে চর কুকরি মুকরি ইউপির চেয়ারম্যান আবুল হাসেম মহাজনের ঘেরে মাছ ধরতে জাল ফেলেন জে’লেরা। এ সময় রুই-কাতলার সঙ্গে বড় সাইজের আটটি ইলিশ উঠে আসে। আগে কখনও এমন ঘটনা ঘটেনি। মেঘনা মোহনায় ও সাগর পারের মানুষ এই প্রথম পুকুর বা ঘেরে ইলিশ দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন। চারপাশ থেকে লোকজন মাছ দেখতে ছুটে আসেন। তিনি জানান, তিন-চার বছর আগে একবার ঘেরে জোয়ারের পানি প্রবেশ করেছিল। এটাই ইলিশ ঢোকার উৎস হতে পারে। ইলিশ সামুদ্রিক মাছ হলেও পুকুর বা ঘেরেও এই মাছের চাষ নিয়ে হচ্ছে নানা গবেষণা। আবদ্ধ জলা’শয়ে বাণিজ্যিকভাবে এই মাছ চাষ সম্ভব নয় বলে মত মৎস্য বিজ্ঞানীদের। কেউ কেউ পুকুরের মতো আবদ্ধ জলা’শয়ে ইলিশ চাষ করার চ’মক দেখালেও এটাকে বাণিজ্যিক রূপ দেয়া সম্ভব হয়নি আজ পর্যন্ত।তবে ঘের মালিক চরফ্যাশন চেয়ারম্যান আবুল হাসেম মঞ্জু ঘটনাস্থলে ছিলেন

ঘুমন্ত মেহেদীর দেহও কাগজের সঙ্গে মেশিনে ঢুকে হয়ে গেলো টুকরো টুকরো

ক’য়েকদিন আগেই নবম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে নতুন বই নিয়ে বাড়ি ফি’রেছিল মেহেদী হাসান। নতুন বই পেলেও অ’ন্যান্য বই-খাতা কেনার জন্য প্র’য়োজন ছিল টাকার। পড়ালেখার খরচ চালানো ও প’রিবারকে সহায়তা করতে কাজে যোগ দেয় স্থা’নীয় একটি পেপার মিলে। সেখানে কাজে যোগ দেয়ার চার দিনের মাথায় সো’মবার ভোরে স’হকর্মীরা কা’গজের টুকরোর ভেতর পায় মেহেদীর ম’রদেহ। এতে প’ড়ালেখা করে পরিবারের অভাব ঘো’চানোর স্বপ্ন নিমিষেই টুকরো টুকরো হয়ে গেছে মে’হেদীর। ম’র্মান্তিক মৃ’ত্যুর এমন ঘটনা ঘটেছে ম’য়মনসিংহের ভা’লুকার হবিরবাড়ি ই’উনিয়নের কাশর এ’লাকার ভূইয়া পেপার মিলে। খবর পেয়ে পু’লিশ লা’শ উদ্ধার করে ম’র্গে পাঠিয়েছে। এ ঘটনায় অ’পমৃ’ত্যু হয়েছে। পু’লিশ ও পরিবার সূত্রে জানা যায়, ভালুকা উ’পজেলার হ’বিরবাড়ি ইউনিয়নে পা’ড়াগাঁও এলাকার গুচ্ছ গ্রামের স’রকারি আ’শ্রয়ন প্রকল্পে ট্রা’কচালক র’ফিকুল ইসলাম স্ত্রী ও তিন স’ন্তান নিয়ে কষ্টে দিন যা’পন ক’রছিলেন। সবার ছোট মে’হেদী হাসান (১৬) এ বছর অষ্টম শ্রেণি থেকে নবম শ্রে’ণিতে উত্তীর্ণ হয়েছে। পা’ড়াগাঁও ন’বদিগন্ত হাই স্কু’লের ছাত্র ছিল মেহেদী। স্কুল থেকে নতুন বই পেয়েছে মে’হেদীও। পড়ালেখার খরচ চা’লানো ও প’রিবারকে স

বিয়ের ১১ বছর পর এক সঙ্গে ৪ সন্তান

নাটোরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন শাহিদা বেগম (৩০) নামে এক মা। আজ শনিবার (২৫ মে) দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে এই চার সন্তানের জন্ম দেন তিনি। চার সন্তানের মধ্যে একজন ছেলে ও তিনজন কন্যা সন্তান। এদিকে এক মা একসাথে চার সন্তান জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সের শত শত নারী পুরুষ হাসপাতালে গিয়ে ভিড় করেন নবজাতকদের এক নজর দেখার জন্য।শাহিদা আক্তারের স্বামী মিলন জানান, প্রায় ১১ বছর আগে তাদের বিয়ে হলেও দীর্ঘদিন তার স্ত্রীর কোনো সন্তান হয়নি। বিয়ে দীর্ঘদিন পর প্রথম তাদের ঘরে এক সঙ্গে চার সন্তান এসেছে। মিলন আরও জানান, সকালে তার স্ত্রীর প্রসব ব্যাথা উঠলে তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন তারা। পরে দুপুর ২টার দিকে হাসাপাতালের চিকিৎসক ফজলুল কাদিরের তত্বাবধানে শাহিদা একে একে চার সন্তানের জন্ম দেন। পরে সদ্য প্রসূত চার সন্তান ও মা শাহিদাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মাহবুবুর রহমান জানান, শাহিদা বেগম শনিবার বেলা ১টা ৪৬ মিনিটের সময় প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। গাইনী ও

মাকে দেখার ইচ্ছে পূরণ হলো না আব্দুল্লাহর

জন্ম'দাত্রী মাকে দেখার ইচ্ছে পূরণ হলো না শিশু আব্দুল্লাহর। এর আগেই না ফেরার দেশে চলে গেল সে। রোববার (২১ মা'র্চ) সকালে আশ্রয়দাতা পরিবারের সঙ্গে ঢাকা যাওয়ার পথে ফরিদপুরে এক মর'্মান্তিক সড়ক দু'র্ঘটনায় মা'রা যায় সে। একই সঙ্গে মা'রা যান তার আশ্রয়দাতা ‘মা’ জোসেদা বেগমও। মর'্মান্তিক এ সড়ক দু'র্ঘটনায় তারা ছাড়াও আরও চারজন মা'রা গেছেন। যাদের সবার বাড়ি জেলার মহেশপুর উপজেলায় বাঁশবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে। আব্দুল্লাহ জন্মের পর থেকে মহেশপুর উপজেলার ভারতীয় সীমা'ন্তের ভৈরবা বাজারপাড়ার আব্দুর র'শিদের স্ত্রী জোসেদার কাছে বড় হয়ে আসছিল। স্থানীয়রা জানান, পাঁচ ছয় বছর আগে ওই এলাকায় গ'র্ভবতী এক পাগলি আসেন। কিছুদিন পর পাগলির ঘরে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম হয়। এর কিছুদিন পর ওই পাগলি এলাকা ছেড়ে চলে যান। এরপর থেকে জোসেদা বেগম শিশুটিকে লালন পালন করে আসছিলেন। জোসেদা বেগম তার নাম রাখেন আব্দুল্লাহ। ঠিকানাহীন পথশিশু আব্দুল্লাহ বেড়ে উঠছিল সেখানেই। সড়ক দু'র্ঘটনার বেশ কয়েকদিন আগে জাগো নিউজের প্রতিবেদকের সঙ্গে কথা হয়েছিল শিশু আব্দুল্লাহর সঙ্গে। এ সময় সে তার মাকে

কোন প্রকার ‘ভিআইপি’ সুবিধা না নিয়ে নিজে বাইক চালিয়ে সচিবালয়ে মাশরাফি

২২ গজে ব্যাট-বলের প্রতি ভালোবাসার পাশাপাশি মোটরসাইকেল প্রীতি রয়েছে মাশরাফি বিন মর্তুজার। ক্রিকেট মাঠের বাইরে সময়-সুযোগ পেলে রাস্তায়ও ঝড় তুলেন ‘নড়াইল এক্সপ্রেস’। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার পর দীর্ঘদিন ধরে ক্রিকেটে অনিয়মিত মাশরাফি। তার মধ্যে নড়াইল-২ আসন থেকে সাংসদ নির্বাচিত হওয়ায় তার কাঁধে দায়িত্বও বেড়েছে বহুগুণ। এদিকে রাজধানীতে জ্যাম যেন নিত্যনৈমত্তিক ব্যাপার। ঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেতে হয় সাধারণ কর্মজীবী মানুষদের। এবার সেই সাধারণ মানুষদের কাতারে দেখা গেলো মাশরাফিকে। কোনো প্রকার ‘ভিআইপি’ সুবিধা না নিয়ে মোটরসাইকেলে চড়ে সচিবালয়ে গেলেন দেশের ক্রিকেটের অন্যতম নায়ক। কমলা রঙের পাঞ্জাবি, কালো হেলমেট পরে জ্যামের মধ্যে বাইকের ড্রাইভিং সিটে বসা মাশরাফির ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সঙ্গে তার পেছনে বসা আরেকজন। জ্যামের মধ্যে বাইকে বসে যেন ‘অপেক্ষার প্রহর’ গুণছেন দু’জনে। মাশরাফির ছোট ভাই মোরসালিন মুর্তজা দু’টি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘নড়াইলের উন্নয়নের জন্য সচিবালায়ের উদ্দেশে। চেনা যায়?’ সোমবার (২২ মার্চ) সচিবালয়ে জরুরি

বায়োপিকে সাকিবের স্ত্রীর চরিত্রে "মেহজাবীন"!

নির্মাণ হবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বায়োপিক। করোনার কারণে আটকে গেছে কাজ। যেখানে বন্ধ হয়েছে সেখান থেকে আবারো শুরু হবে। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাকিব আল হাসান। সাকিবের বায়োপিকের খবর প্রকাশ্যে আসতেই নতুন আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়। কে থাকছেন সাকিব-শিশির চরিত্রে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। এরই মধ্যে নেটিজেনরা সাকিবের স্ত্রী ‘শিশির’ চরিত্রে এগিয়ে রাখছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। কারণ হিসেবে অনেকে বলছেন, মেহজাবীনের সঙ্গে শিশিরের চেহারার অনেকটাই মিল রয়েছে। আর তিনি দূদার্ন্ত অভিনেত্রী। অন্যদিকে সাকিব আল হাসান চরিত্রে দুইজনের নাম শোনা যাচ্ছে। একজন ইয়াশ রোহান এবং আরেকজন চিত্রনায়ক জিয়াউল রোশান। ইয়াশের চেয়ে রোশানকে এগিয়ে রাখছেন নেটিজেনরা। কারণ, রোশান নিজেও ক্রিকেট ভালো খেলেন। এদিকে বায়োপিক কে নির্মাণ করছেন বা কারা থাকবেন সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি সাকিব আল হাসান। শেষ পর্যন্ত কারা অভিনয় করবেন তা জানতে অপেক্ষা করতে হবে আরো অনেকদিন। এর আগে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়ে বায়োপিক নির্মাণ হয়নি। ফলে সাকিবের বায়োপিকের ঘোষণা আসতেই তা টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

মাত্র পাওয়াঃ চার-পাঁচ গুণ টাকা দিতে হচ্ছে শিক্ষার্থীদের!

৮ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করাতে জনপ্রতি চার-পাঁচ গুণ অতিরিক্ত টাকা ফি বাবদ আদায় করছে ফরিদপুরের বোয়ালমারীর মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা। শিক্ষা বোর্ডের নিয়ম অনুসারে শিক্ষার্থীপ্রতি রেজিস্ট্রেশন ফি ৬০ টাকা। সেখানে আদায় করা হচ্ছে ৪০০ টাকা পর্যন্ত। এ বছর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ২৬টি মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত কয়েক হাজার শিক্ষার্থীর জেএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন চলছে। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনিয়ম, দুর্নীতি ও শিক্ষার মানোন্নয়নে দেখভাল করার জন্য উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষা অফিস ও কর্মকর্তা থাকলেও দুর্নীতির বিষয়ে তারা কিছুই বলেন না। অভিযোগ দিলেও তাঁলরা কার্যকর ব্যবস্থা নেন না। স্কুলের শিক্ষার্থীরাও তাদের শিক্ষকদের বিরুদ্ধে কথা বলতে চান না। এর ফলে প্রতিষ্ঠান প্রধানরা প্রকাশ্যে দুর্নীতি করে চলেছেন। ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখা গেছে, জেএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে জনপ্রতি ৫০ টাকা। বিলম্ব ফিসহ ৬০ টাকা। ১

লাগেজ হা’রালে প্রতি কেজিতে ১ লাখ টাকা জ’রি’মানা পাবে প্রবাসীরা!

ফ্লাইটে যেকোনভাবে লাগেজ হা’রা’লে এখন থেকে প্রতি কেজির জন্য ১ লক্ষ ১৭ হাজার টাকা করে জ’রি’মা’না পাবে যাত্রী!  এছাড়াও বিমান দু’র্ঘ’ট’নায় কোন যাত্রীর মৃ’ত্যু বা ক্ষ’তি হলে ক্ষ’তি’পূরণের পরিমান বাড়িয়ে করা হয়েছে ১ কোটি ১৭ লাখ টাকা! লাগেজ হা’রা’লে ক্ষ’তিপূ”রণ বাড়লো লাখ টাকারও বেশি! ফ্লা’ইটে ব্যাগেজ (লা’গেজ) হা’লে’ বা ন’ষ্ট হলে আগে কেজিতে ক্ষ’তি’পূরণ পাওয়া যেত ২০ ডলার বা প্রায় ১ হাজার ৭০০ টাকা। তবে, আজ সকালে মন্ত্রিসভায় গৃহীত হওয়া নতুন আইনে বাংলাদেশের মুদ্রায় এই অঙ্ক দাঁড়াবে ১ লাখ ১৭ হাজার ২৪১ টাকা। এ ছাড়া বিমান দু’র্ঘ’টনা’য় কোনো ব্যক্তির মৃ’ত্যু বা আ’ঘা’তজ”নিত ক্ষ’তিপূ’রণ ২০ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ কোটি ১৭ লাখ টাকা করা হয়েছে।  আজ সোমবার মন্ত্রি’সভার বৈঠকে এই অর্থের পরিমাণ বৃদ্ধি করে ‘আকাশপথে পরিবহন (মন্ট্রিল কনভেনশন) আইন, ২০২০’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই নতুন আইন অনুসারে, ব্যা’গেজ হা’রা’নো বা বিনষ্টের ক্ষ’তিপূ’রণ প্রতিকেজি ২০ মার্কিন ডলার (১ হাজার ৭০০ টাকা) থেকে বেড়ে ১ হাজার ৩৮১ ডলার হবে (১ লাখ ১৭ হাজার ২৪১ টাকা)। এ ছাড়া কা’র্গো বি’নষ্ট বা হা’রানো’র জন্য কেজিপ্রতি ২০ ডলার থেকে নতু

বিসিএস পরীক্ষা"র ছুটি নিয়ে ওসির সঙ্গে তর্ক, থানা"র ছাদে উঠে মাথায় গু’লি

৪১তম বিসিএস’র প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ছুটি চেয়েছিলেন পাবনার আতাইকুলা থানার এসআই হাসান আলী। ছুটি না দেয়ায় ওসির সঙ্গে তর্কের পর থানার ছাদে উঠে নিজের মাথায় গু’লি করে আ’ত্ম’হ’ত্যা করেন তিনি। এমনটাই দাবি করছেন নিহত পুলিশ সদস্যের বাবা। এসআই হাসান আলী যশোরের কেশবপুরের বালিয়াডাঙ্গা গ্রামের ভ্যানচালক জব্বার আলীর ছেলে। সোমবার নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। হাসান আলী ৩৭তম আউটসাইট ক্যাডেট হিসেবে গত বছরের ৬ ফেব্রুয়ারি পুলিশে যোগ দেন। এ বছরের ৮ ফেব্রুয়ারি পাবনার আতাইকুলা থানায় এসআই হিসেবে যোগদান করেন তিনি। কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন আলা জানান, হাসান আলীর মরদেহ পাবনার আতাইকুলা থেকে রোববার রাতে গ্রামের বাড়িতে পৌঁছায়। রাতেই শত শত মানুষ তাকে একনজর দেখতে ভিড় জমায়। সোমবার সকালে বাড়ির পাশেই হাসান আলীর জানাজা হয়। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হাসান আলীর বাবা জব্বার আলী বলেন, আমার এক মেয়ে ও এক ছেলে। অভাবের সংসারে অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছি। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে নিজের যোগ্যতায় পুলিশে চাকরি পায়। ট্রেনিং শেষে গত

কাতারে ১০১৮ বাংলাদেশী শ্র’মিকের মৃ’ত্যু!

এক দশক আগে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে ২০২০ সাল পর্যন্ত কাতারে সাড়ে ছয় হাজার অ’ভি’বা’সী শ্র’মিক মা;রা গেছেন। এটি শুধু ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশের শ্র’মিক মৃ;ত্যু;র হিসাব।  কাতারে শ্র’মিক পাঠানো অন্য প্রধান দেশগুলোর মধ্যে ফিলিপাইন ও কেনিয়ার নাগরিকদের মৃ;ত্যু;র পরি’সংখ্যান বি’বেচনায় নিলে মোট মৃ;ত্যু আরো অনেক বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। কাতার ও সংশ্লিষ্ট দেশগুলোর সরকারি হিসাবের ভিত্তিতে বিশেষ প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরেছে ব্রিটিশ ইংরেজি দৈনিক দ্য গার্ডিয়ান। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি সূত্রে যে পরিসংখ্যান পাওয়া গেছে সে হিসাবে বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জনের পর থেকে কাতারে দক্ষিণ এশীয় ওই পাঁচ দেশ থেকে যাওয়া শ্র’মি’কদের মধ্যে প্রতি সপ্তাহে গড়ে ১২ জনের মৃ;ত্যু হয়েছে। এর মধ্যে পাকিস্তান বাদে ৪টি দেশে গার্ডিয়ানের নির্ভরযোগ্য সূত্র ও দেশগুলোর সরকারি হিসাব অনুযায়ীই, ২০১১ থেকে ২০২০ পর্যন্ত ৫ হাজার ৯২৭ জন প্রবাসী শ্র’মি’কের মৃ;ত্যু হয়েছে। এর মধ্যে মৃ;ত বাংলা’দেশী শ্র’মি’কের সংখ্যা ১ হাজার ১৮। কাতারে পাকিস্তান দূতাবাস থেকে পাওয়া তথ্য অনুয

আর কখনো শোনা যাবে না কমেডি অভিনেতা কাবিলার কণ্ঠস্বর!

জাতীয় চলচ্চিত্রে পুরস্কার প্রাপ্ত অভিনেতা কাবিলা। তার প্রকৃত নাম নজরুল ইসলাম শামীম। সিনেমা’র জনপ্রিয় খলনায়ক হিসেবে সুখ্যাতি পেয়েছেন অল্প সময়েই। ভিলেন হিসেবে পর্দা কাপাতে কাবিলা একাই ছিলেন যথেষ্ট। আর শেষ হয়ে গেছে সেই সোনালী দিনগুলো। আর পর্দা কাঁপাবেন না কাবিলা! কণ্ঠনালির স’মস্যার কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা কাবিলা নিজে আর কোনো সিনেমায় কণ্ঠ দিতে পারবেন না। শোনা যাবে না তার কণ্ঠে বরিশালের আঞ্চলিক ভাষায় সংলাপ। কাবিলা দীর্ঘ দিন ধ’রে কণ্ঠনালি স’মস্যায় ভু’গছেন । চিকি’ৎসকের প’রামর্শ মতো খুব বেশি জরুরী না হলে তিনি কথা বলতে পারবেন না। বর্তমানে তিনি আর কোনো সিনেমা’র ডাবিং করছেন না।এখন তার অভিনীত চরিত্রে কণ্ঠ দিচ্ছেন অন্য কেউ। কাবিলার ঘনিষ্ঠ সূত্রে এমনটাই জা’না গেছে। স’ম্প্রতি কাবিলা অভিনীত সিনেমা ইনোসেন্ট লাভ-এর ডাবিং করছেন অন্য এক ব্য’ক্তি। বিষয়টি নি’শ্চিত ক’রেছেন সিনেমাটির পরিচালক রানা। কাবিলা ১৯৮৮ সালে যন্ত্রণা চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। তার প্রকৃত নাম নজরুল ইসলাম শামীম। প্রথম দিকে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করলেও পরবর্তীতে কমেডি

ঐশ্বর্যের নাম ধরে ডাক, রেগে গিয়ে সাংবাদিককে ধমক দিলেন জয়া বচ্চন! (ভিডিও)

বলিউডের এভারগ্রীন, সুন্দরী ও জনপ্রিয় অ’ভিনেত্রীদের তালিকায় প্রথমেই রয়েছে ঐশ্বর্য রাই বচ্চনের নাম। সম্প্রতি কয়েক মাস আগেই তিনি ৪৭ এ পা দিয়েছেন। তবুও তাঁর গ্লামা’রে মর'’চে ধরেনি এতটুকুও। তাঁর সৌন্দর্য্যে এখনও ঘায়েল ৮ থেকে ৮০ সকলেই। আর তাই রিল হোক বা রিয়েল সবসময়ই গসিপের শীর্ষে থাকেন এই বলি সুন্দরী। আর থাকবে নাই বা কেন বলুন তো তিনি তো বলিউডের নামকরা প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন। এছাড়া তাঁর আরও একটি পরিচয় হল তিনি হলেন বচ্চন ঘরণী। বাস্তব জগতে শাশুড়ির সঙ্গে বৌমা’দের সম্পর্ক ততটা মধুর না হলেও ঐশ্বর্য্যর সঙ্গে জয়া বচ্চনের সম্পর্ক কিন্তু বেশ ভালো। কিন্তু বিয়ের পর রণবীর কাপুরের সঙ্গে সিনেমা করায় শাশুড়ি-বৌমা’র সম্পর্ক কিছুটা হলেও অবনতি হয়েছিল। আদতে কিন্তু জয়া বৌমা ঐশ্বর্য্যকে বেশ পছন্দও করেন এবং ভালোবাসেন। আর তেমনি বৌমাও শাশুড়িকে ভালোবাসেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, একজন রিপোর্টার ঐশ্বর্য্য ঐশ্বর্য্য বলে ডাকলে ঐশ্বর্য্য কিছু বলার আগেই শাশুড়ি জয়া বচ্চন রিপোর্টারকে ধমক দিয়ে বলেন যে, ঐশ্বর্য্য ঐশ্বর্য্য কি? ও কি তোমা’র স্কুলের বন্ধু নাকি? সম্প্রত

দ্বিতীয় বিয়ে করলে পেনশন পাবেন না স্বামী-স্ত্রী

পেনশন পাওয়া অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে স্বামী বা স্ত্রী পারিবারিক পেনশন পাবে না বলে জানিয়েছে সরকার।এ বিষয়ে ২০১৮ সালের ১ এপ্রিলের অর্থ বিভাগের স্পষ্টকরণ চিঠি সম্প্রতি হিসাব মহানিয়ন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। পেনশন ভোগরত অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে পেনশনারের মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রীর পারিবারিক পেনশন প্রাপ্যতা প্রসঙ্গে চিঠিতে বলা হয়েছে, অর্থ বিভাগের স্মারকটির বিষয়ে স্পষ্টকরণের লক্ষ্যে নিম্নরূপ সিদ্ধান্ত নির্দেশক্রমে জানানো হলো: ‘পেনশন ভোগরত অবস্থায় দ্বিতীয় বিয়ে বন্ধনে আবদ্ধ হলে পেনশনারের মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী/স্বামী পারিবারিক পেনশন প্রাপ্য হবেন না।’

একসঙ্গে তিন সন্তান জন্মের পর এবার ৪ সন্তানের জন্ম দিলেন মা’রুফা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজে’লার জগন্নাথপুর গ্রামের এরশাদ আলীর স্ত্রী’ মা’রুফা খাতুন এবার চার সন্তানের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় মা’রুফাকে চুয়াডাঙ্গা শহরের একটি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসক জিন্নাতুল আরার তত্ত্বাবধানে দুটি পুত্র ও দুটি কন্যা সন্তান প্রসব করেন। তবে, মা ও তিন সন্তান সুস্থ থাকলেও এক ছে’লে নবজাতক অ’সুস্থ হওয়ায় চুয়াডাঙ্গা সদর হাসপাতা’লের আইসিইউতে চিকিৎসাধীন রাখা হয়েছে। মা’রুফার স্বজনরা জানান, ২০০৯ সালে একই উপজে’লার জগন্নাথপুর গ্রামের আইনাল তরফদারের ছে’লে এরশাদ আলীর সঙ্গে মা’রুফা খাতুনের বিয়ে হয়। বিয়ের দুই বছরের মা’থায় মা’রুফা কন্যা সন্তানের মা হন। এরপর সাত বছর পর ২০১৮ সালে মা’রুফা একসঙ্গে দুই কন্যা ও এক পুত্র সন্তানের জন্ম দেন। তবে অ’পুষ্টিজনিত কারণে কয়েক দিন পর তিন সন্তানই মা’রা যায়। চুয়াডাঙ্গার শহরের উপশম নার্সিং হোম ক্লিনিকের চিকিৎসক জিন্নাতুল আরা বলেন, স্বাভাবিক নিয়মে ৩০ মিনিটের মধ্যে চারটি সন্তান প্রসব করেন মা’রুফা। তিন সন্তানসহ মা’রুফাকে তার তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নাতনিকে পড়াতে গিয়ে বাড়ি বিক্রি করেছিলেন দাদু, বিনিময়ে পেলেন ২৪ লাখ

কয়েক দিন আগেই একটি ঘটনায় অবাক হয়েছিল গোটা দেশ তাঁর আ’ত্ম’ত্যাগের গল্প শুনে। নিজের নাতনির পড়াশোনার খরচ চালাতে বাড়িই বেচে দিয়েছিলেন মুম্বইয়ের এই বৃ’দ্ধ অটোচালক। এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়ে মুগ্ধ হয়েছিলেন নেটিজেনরা। সেই থেকেই শুরু হয়েছিল তাঁর পাশে দাঁড়ানোর এবং তাকে সাহায্য করার প্রচে’ষ্টা। ফেসবুকের এক ইউজার শুরু করেছিলেন তাঁর সাহায্যার্থে অনুদান সংগ্রহের কাজ। অবশেষে মুম্বইয়ের খার এলাকায় অটো চালক দেসরাজের হাতে ২৪ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। ফেসবুক পেজ “হিউম্যানস অফ বম্বে” তে প্রথম প্রকাশিত হয়েছিল তাঁর কাহিনি। রাতারাতি দেশজুড়ে সবার কাছে পৌঁছে গিয়েছিল দেসরাজের এই গল্প। তাঁর দুই পুত্রের মধ্যে কেউই আর বেঁচে নেই। বড় ছেলে ছয়বছর আগে বাড়ি থেকে কাজের জন্য বেরিয়েছিলেন তিনি আর ফেরেননি। পরে তাঁর দে’হ উ’দ্ধার হয়। দুবছর পর আ’ত্মঘা’তী হন ছোটো ছেলেও। ফলে তাকে দুই ছেলের স্ত্রী এবং চার নাতি-নাতনির সব ভার এসে পড়ে তার উপর। এদিকে তাঁর মাসিক রোজগার ১০ হাজার টাকার মতো। এর মধ্যে ৬ হাজার টাকাই চলে যায় নাতি-নাতনিদের পড়াশোনার খরচ চালাতে। বাকি ৪ হাজার টাকায় কোনওক্রমে টেনেটুনে চলে তাদের সংসার। পরি

৭৫ বছর বয়সী প্রেমজি প্রতিদিন ২৫ কোটি টাকা দান করেন!

২০২০ সালে ভারতের জনহিতৈষীর তালিকায় শীর্ষস্থান অধিকার করেছেন ভারতীয় বহুজাতিক কোম্পানি উইপ্রোর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ৭৫ বছর বয়সী আজিম প্রেমজি।  এ বছর ৭ হাজার ৯০৪ কোটি ভারতীয় রুপি দান করেছেন তিনি। প্রতিদিনের হিসাবে এই দানের পরিমাণ ২২ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় তা ২৫ কোটি টাকার বেশি। বুধবার এনডিটিভির খবরে এই তথ্য তুলে ধ’রা হয়। ‘এডেলগিভ হিউরান ইন্ডিয়া ফিলানথ্রোপি লিস্ট ২০২০’ অনুযায়ী শীর্ষস্থান পেয়েছেন আজিম প্রেমজি। তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন এইচসিএল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিব নাদার।  সমাজসেবায় তার পরিবারের দানের পরিমাণ ৭৯৫ কোটি রুপি। তৃতীয় স্থানে থাকা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানি ও তার পরিবারের দানের পরিমাণ ৪৫৮ কোটি রুপি। চতুর্থ স্থানে থাকা কুমা'র ম'ঙ্গলম বিড়লার চলতি বছর দানের পরিমাণ ২৭৬ কোটি রুপি।  পঞ্চম স্থানে বেদান্ত সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অনিল আগরওয়াল। অনিল ও তার পরিবার ২১৫ কোটি রুপি দান করেছেন। আজিম প্রেমজির ছেলে রিশাদ প্রেমজি এক টুইট বার্তায় লেখেন, ‘আমা'র বাবা সব সময় বিশ্বা'স করেন, তিনি তাঁর সম

মুসলিম মেয়ে হিসেবে সংসার:টা আগলে রাখতে চেয়েছি কিন্তু পারিনি: শাবনূর

স্বামী অনিক মাহ,মুদ হৃদ,য়ের স,ঙ্গে বনিব,না না হওয়া,য় গত ২৩ জানু,য়ারি অনিক,কে তালাক দিয়েছেন এক সময়ের জনপ্রিয় অভি'নেত্রী শাবনূর। নায়িকার সই করা নোটিশটি এড,ভোকেট কাও'সার আহমেদের মাধ্য,মে গত ৪ ফেব্রুয়ারি অনি,কের উত্তরা এ,বং গাজী'পুরের বা,সার ঠিকা,নায় পা,ঠানো হয়েছে। আ’ইন,গতভাবে ৯০ দিন পর তাদের এই তালাক কার্য,কর হবে। ডিভো,র্সের ব্যা,পারে আজ বুধবার (৪ মা,র্চ) দেশের এক,টি দৈ,নিকের স,ঙ্গে অস্ট্রে,লিয়া থেকে কথা বলেছেন শা,বনূর। ডি,ভোর্সের সত্য,তা জা,নতে চাইলে তিনি বলেন, ‘হ্যা, আমি ডিভো,র্স লেটা,র পাঠি,য়েছি অনিক,কে। আ’সলে আ,মা’র কি,ছু করা,র নেই। দেয়ালে পিঠ ঠেকে গেছে।’ এই অভিনেত্রী আরও বলেন, ‘আইজান জ’ন্মা,নোর পর থে,কেই আ’সলে আমাদের সম্প,র্কটা ন,ষ্ট হয়ে গেছে। প্রা,য় ছয়,টা বছর নির,বে তার অত্যা,চার স,হ্য করেছি। চেয়ে,ছি মুসলিম মেয়ে, সংসা,রটা আগলে রাখবো। পা,রিনি। অনেক আগে থেকেই আমরা আলাদা থাক,ছি। দফা,য় দফা,য় বিষ,য়টি মিটমাট করার চেষ্টা ক,রেও ব্য,র্থ হয়েছি। বা,ধ্য হয়ে,ই ২৬ জানুয়ারি অনি,ককে ডিভোর্স নো,টিশ পাঠি,য়েছি।’ প্রসঙ্গত, ২০১২ সালের ২৮ ডি,সেম্বর অনিক মাহমু,দ হৃ,দয়ের স,ঙ্গে বিয়ে হয় শাবনূ,রে

ছেলের বউ পছন্দ হয়েছে মৌসুমীর

সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে যে কয়জন অভিনেত্রী সিনেমা প্রেমীদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তাঁর মধ্যে মৌসুমী অন্যতম। এই পর্যন্ত ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে তিনি আলোচনায় এসেছেন বহুবার। ফের আলো’িচনায় এসেছেন এই বিউটি কুইন। নতুন খবর হচ্ছে, সপ্তাহ দুয়েক পর মৌসুমী–সানির ছেলে ফারদীনের বিয়ে। ছেলের জন্য কানাডাপ্রবাসী এক অনিন্দ্য রূপবতী তরুণীকে পছন্দ করেছেন এই তারকা দম্পতি। তাঁদের ছেলের হবু বউয়ের নাম আয়েশা। কুমিল্লার মেয়ে আয়েশা জন্মসূত্রে বাংলাদেশি হলেও মা–বাবার সঙ্গে কানাডায় থাকেন। তাঁর পড়াশোনা ও বেড়ে ওঠা সেখানেই।

টয়া জানালেন বিয়ের ‘উপকারিতা’

মুমতাহিনা টয়া পরিচিত মুখ অভিনয় দিয়ে, নাচ দিয়ে এবং তার নিজস্ব ইউটিউব চ্যানেল দিয়েও। ওদিকে শাওন পরিচিত বর্তমানের নির্ভরযোগ্য অভিনয় শিল্পী হিসেবে- দুজনে গতিপথ একত্রে এসে মিলবে কে জানতো। তাই হয়েছে, সমান্তরাল বয়ে চলে মিশেছেন একত্রে। গত বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেন শাওন-টয়া। বিয়ের এক বছরে কী উপলব্ধি হলো? সেটাই জানালেন মুমতাহিনা চৌধুরী টয়া। বিয়ে ছাড়া জীবন যে অপূর্ণ সে কথা অকপটে স্বীকার করলেন প্রণয় স্রোতে ভাসতে থাকা টয়া। নিজের ফেসবুক অ্যাকাউন্টে শাওনের সঙ্গে বেশকিছু মধুর ও অন্তরঙ্গ ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। সেখানে পয়েন্ট আকারে বিয়ের উপকারিতে বোঝালেন টয়া। টয়া বলেন, আমার বিয়ের প্রথম বছরে আমি অন্তত তিনটা জিনিস শিখেছি। এ নম্বর হলো- বিয়ে ছাড়া কোনোভাবেই জীবন পূর্ণ নয়। দুই নম্বর হলো- প্রেমের সম্পর্কের সময়টা এবং বিয়ের পরের সম্পর্কটা একেবারে আলাদা। তিন নম্বর হলো-জীবনটা অগোছালো, কঠিনতর বা জটিল, মাঝেমাঝে এই জীবনটাই ভীতিকর। যখন তোমার সঙ্গে সঠিক মানুষটা থাকবে- এইসব ঝামেলা আর থাকবে না। জীবন হয়ে উঠবে মাধুর্যময়, দুর্দান্ত। কাজের সূত্রে টয়া এবং শাওন অল্প সময়ে কাছের বন্ধুতে পরিণত হন। এবং ধীরে ধীরে তারা এক

মাঝ আকাশে বিমানে শিশুর জন্ম

বিমান যাত্রার সময় মাঝ আকাশে থাকা অবস্থায়ই প্রসব যন্ত্রণা ওঠে এক নারী যাত্রীর। পরবর্তীতে সেখানেই সন্তান জন্ম দেন তিনি। সম্প্রতি এই ঘটনা ঘটেছে ভারতের ইন্ডিগো বিমানের ব্যাঙ্গালুরু থেকে জয়পুরগামী ফ্লাইটে। এক বিবৃতিতে ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানের এক কেবিন ক্রু এবং এক চিকিৎসকের সহায়তায় শিশুটির জন্ম হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘মাঝ আকাশে ব্যাঙ্গালুরু থেকে জয়পুরগামী বিমানের ৬ই ৪৬৯ ফ্লাইটে এক মেয়ে শিশুর জন্ম হয়েছে। ইন্ডিগোর ক্রু এবং ডা. সুবাহানা নাজির প্রসূতি নারীকে সহযোগিতায় এগিয়ে আসেন। সৌভাগ্যক্রমে ওই চিকিৎসক বিমানে ছিলেন বলে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। এই ঘটনা জানার পর জয়পুর বিমানবন্দর তাৎক্ষণিকভাবে চিকিৎসক এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে। মা এবং শিশু দু’জনেই এখন সুস্থ আছেন বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিমানটি স্থানীয় সময় বুধবার ভোর ৫টা ৪৫ মিনিটে ব্যাঙ্গালুর থেকে যাত্রা শুরু করে এবং সকাল ৬টায় জয়পুরে অবতরণ করে।

মুজিব কোট পরে ১০১ কেক কাটল ১০১ শিশু-কিশোর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীতে ব্যতিক্রমী আয়োজন করেছে মানিকগঞ্জ জেলা প্রশাসন। এদিন মুজিব কোট পরে ১০১ শিশু-কিশোরের সমন্বয়ে ১০১টি কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়। বুধবার সকালে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডিসি, এসপি, ওসিসহ বিভিন্ন সংগঠনের নেতারা। এরপর পৌরসভার বিজয় মেলার মাঠে ১০১টি রঙিন বেলুন উড়িয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিসি এসএম ফেরদৌস। পরে শিশু-কিশোররা মুজিব কোট পরে একই সারিতে সাজানো এক পাউন্ড করে ১০১টি কেক কাটে। কেক কাটার ব্যতিক্রমী এ আয়োজন দেখতে মাঠে জড়ো হন বিভিন্ন শেণি-পেশার মানুষ। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের এসপি রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী প্রমুখ।

বর্তমান পরিস্থিতিতে ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব নয়

করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে সর্বশেষ সরকারি ঘোষণা অনুযায়ী আগামী ৩০ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। ওইদিন থেকে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা রয়েছে। তবে করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা। খবর- দ্য ডেইলি ক্যাম্পাস এর আগে করোনা সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুকও একই ধরনের কথা বলেছেন। গণমাধ্যমকে তিনি বলেছেন, এখন পর্যন্ত ৩০ মার্চই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আছে। তবে শিক্ষার্থীদের নিয়ে কোনো ঝুঁকি নেবেন না বলেও জানান তিনি। জানা গেছে, আগামী ৩০ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে শিক্ষকদের করোনার প্রথম ডোজের টিকা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অগ্রাধিকারভুক্ত করে টিকা দেওয়ার আলাদা ব্যবস্থ

পরিস্থিতি ভালো হলে স্কুল খুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা পরিস্থিতি ভালো হলে আমরা স্কুল খুলে দেব। করোনা ভাইরাসের কারণে স্কুলে যেতে না পারলেও বাড়িতেই লেখাপড়া চালিয়ে যেতে হবে। বুধবার (১৭ মার্চ) সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন। শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার জন্মই যেন হয়েছিলো দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। শিশুদের মধ্যেই আগামীর জাতির কাণ্ডারি খুঁজে নেয়ার চেতনা নিয়ে কাজ করছে সরকার। করোনার এই বৈরী সময়ে গৃহবন্দি শিশুদের নিয়মিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার পরামর্শ দেন সরকার প্রধান বলেন, আজকের শিশুরাই আগামীর উন্নত বাংলাদেশের চালক হবে উল্লেখ করে। এদিকে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার ও সম্ভব হলে কমপ্লিট লকডাউনের সুপারিশ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও কোভিড-১৯ নিয়ন্ত্রণে দেশে ফের লকডাউন, আসন্ন বইমেলা স্থগিত, এক দিন ঈদের ছুটিসহ ১২ দফা সুপারিশ করেছে। মঙ্গলবার (১৬ মার্চ) এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য

যৌতুক ছাড়াই নায়িকা শ্রাবন্তীকে বিয়ে করবেন বাংলাদেশী রায়হান

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের জন্য ভারতের নায়িকা শ্রাবন্তী বরাবরে চিঠি লিখিছেন বগুড়ার শিবগঞ্জ উপজে’লার রা’য় হান চৌধুরে। আজ রবিবার (২২ নভেম্বর) তার ফেসবুক আইডি রা’য় হান চৌধুরী থেকে এ চিঠি লি’খেছেন। তার সামাজিক মাধ্যম ফেসবুকে নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি বরাবরে বিয়ের জন্য চিঠি লেখেন। যাহা পাঠকের জন্য হুবহু তুলে ধ’রা হলো। বরাবর, প্রিয় শ্রাবন্তী চ্যাটার্জি বিষয়ঃ- আপনাকে বিবাহ ক’রার জন্য আবেদন।  জনাবা, সবিনয় নিবেদন এই যে, আমি আপনাকে বিবাহ ক’রার জন্য একজন আগ্রহী বর। আমি গত ১০ বছর ধ’রে আপনাকে পছন্দ ক’রে আসতেছি। আপনাকে কোন রকম বির’ক্ত না ক’রেই বুঝাতে চেয়েছি যে আমি আপনাকে বিবাহ ক’রতে চাই। ভালবাসা নামক অভিনয়ে আমি কোন রকম ধোঁকাবাজি ক’রতে আগ্রহী নই। তাই আপনার নিকট দরখাস্ত লিখতে বাধ্য হলাম। এই অগ্রহায়ণের হাল্কা শীতে কম্বলের ন্যায় আমি আপনাকে জড়িয়ে রাখতে চাই। বিশ্বা’স ক’রেন, লবণ ছাড়া যেমন তরকারির মজা নেই তেমনি আপনাকে না পেলে আমা’র জীবনের মূল্য নেই। আপনি আমা’র বিষয়টা খতিয়ে দেখবেন বলে আমি আশা করছি।  তবে এই বিষয়টাও আপনাকে অবহিত ক’রা প্রয়োজন যে, আমি আপনাকে সারাজীবন অনেক সুখেই রাখার চেষ্টা করবো,

বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ আর নেই

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মওদুদ আহমদকে গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকেরা জানান, তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে ও রক্তে হিমোগ্লোবিন কমে গেছে। সেখানে তার হার্টে ব্লক ধরা পড়ায় তার হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়। গত ১ ফেব্রুয়ারি সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। সেখানে দীর্ঘদিন আইসোলেশনে থেকে পরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। ফুসফুসে পানি জমা হওয়ায় অবস্থার অবনতি হলে, গত ৯ মার্চ তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। কিডনি জটিলতায় মওদুদ আহমদের ডায়ালাইসিসও করা হয়। ব্যারিস্টার মওদুদ আহমদ ২৪ মে ১৯৪০ সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মাওলানা মমতাজ উদ্দিন আহমেদ ও ম

আবারও কি লকডাউনে যাবে বাংলাদেশ ?

বাংলাদেশে গত কয়েকদিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। আজ গত সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। শুধু শনাক্তের সংখ্যাই বাড়ছে না সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা।  হাসপাতালগুলো বলছে গত কয়েকদিনে হাসপাতালে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আইসিইউ গুলো আবার পূর্ণ হতে শুরু করেছে। গত এক বছর আগে বাংলাদেশে যখন করোনা সংক্রমণ শুরু হয়েছিল তখন যে রকম পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এখন যেনো ঠিক সেই পরিস্থিতি আবার ফিরে আসছে। এই পরিস্থিতিতে সরকার কি করবে এই নিয়ে জনমনে যেমন প্রশ্ন উঠছে তেমনি বিশেষজ্ঞদের মধ্যেও আলাপ আলোচনা চলছে। সরকার কি আবার লকডাউনে যাবে ? করোনা সংক্রমণ ঠেকানো জন্য আবার সাধারণ ছুটি ঘোষণা করবে ? এরকম প্রশ্নের উত্তরে সরকারের একাধিক নীতিনির্ধারক বলছে যে, এখনই এ ধরনের লকডাউন বা সাধারণ ছুটির কথা ভাবছে না সরকার। বরং লকডাউন বা সাধারণ ছুটির চেয়ে স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়টিকেই সরকার বেশি গুরুত্ব দিতে চাইছে। বিশেষজ্ঞরা মনে করছেন, গত এক বছরে করোনার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে সুস্পষ্ট ধারণা পাওয়া গেছে যে, একটি মানুষ

সাড়ে তিন বছর পর নিজ বাড়িতে সেই রাবেয়া-রোকাইয়া

বিকেল সাড়ে চারটা নাগাদ হায়েচ গাড়িটি বাড়ির উঠোনে গিয়ে থামে। রাবেয়াকে কোলে নিয়ে বাবা রফিকুল ইস’লাম এবং রোকাইয়াকে কোলে নিয়ে মা তাসলিমা খাতুন যখন গাড়ি থেকে নামলেন তখন সবার চোখে মুখে আনন্দের ঝিলিক। এলাকাবাসী আর স্বজনদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন তারা। দুইবোনের মধ্যে রোকাইয়া শারীরিকভাবে নিষ্প্রভ থাকলেও, রাবেয়ার মুখে হাসি যেন লেগেই ছিল। তার মুখের হাসিতেই যেন আনন্দ ছড়িয়েছে সবার প্রা’ণে। বাবা-মায়ের সাথে হেঁটেই নিজের ঘরে যায় সে। আর দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন রাবেয়া-রোকাইয়ার মা তাসলিমা খাতুন। এমন চিত্রের দেখা মেলে সোমবার (১৫ মা’র্চ) বিকেল সাড়ে চারটায় পাবনার চাটমোহর উপজে’লার মুলগ্রাম ইউনিয়নের আটলংকা গ্রামে। সিএমএইচ-এ দীর্ঘদিনের চিকিৎসা শেষে জোড়া মা’থা আলাদা হয়ে সাড়ে তিন বছর পর নিজেদের বাড়িতে ফিরলো বহুল আ’লোচিত রাবেয়া-রোকাইয়া। বাড়িতে পৌঁছার পর তাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় স্বজন-প্রতিবেশীরা। রাবেয়া-রোকাইয়া ফিরে পেয়ে আনন্দে উদ্বেলিত গোটা গ্রাম। তাদের একনজর দেখতে ভিড় জমায় আশপাশের মানুষ। পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৬ জুন সিজারিয়ান অ’স্ত্রোপচারের মাধ্যমে জন্ম ন

মাংস কম পড়ায় বিয়ের আসরেই তালাক দিলেন কনে বর কে

বিয়ে বাড়িতে খাবারে মাংস কম পড়েছে। তাতেই ক্ষো;ভ ঝাড়লেন বরপক্ষ। এ নিয়ে কথা কাটি;কাটি এক পর্যায়ে হাতাহাতি;তে গড়া;লে প্যা;ন্ডেল পর্যন্ত ভাঙচু;র করা হয়। এরপর সব মিটমাটের দিকে এগোলেও বেঁকে বসেন কনে। বিয়ে হতে না হতেই ব;রপ;ক্ষে;র চরম অভ;দ্রতা;য় বিয়ের আসরেই তৈরি হল ‘তালাকপত্র’। বিয়ের পর নতুন সংসার করার আগেই বিয়ে ভাঙেন তিনি। শুনতে অ’বাক লাগলেও, সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে ভা’রতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের গলসির বাহিরঘন্না গ্রামে। তার কথায়, যারা সামা;ন্য মাংসে;র জন্য বিয়েবাড়িতে এমন হু; লু;স্থুল কা’ণ্ড ঘটাতে পারে, আর যাই হোক তাদের বাড়ির বউ হতে পারব না। ভা’রতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, ঘটনার দিন গলসির বামুনাড়া গ্রামের বাসিন্দা বর প্রায় ৭০ জন বরযাত্রী নিয়ে দুপুরে মে’য়ের বাড়িতে বিয়ে করতে আসেন। কনের বাবা পেশায় দিনমজুর হলেও, মে’য়ের বিয়ের জন্য যথাসাধ্য আয়োজন করেছিলেন। সব কিছুই ঠিকঠাক হচ্ছিল। তবে বরপক্ষ খেতে বসতে না বসতেই উত্তপ্ত হয়ে ওঠে বিয়ের আসর। এদিকে, কনের এমন সিদ্ধান্তে প্রথমে কিছুটা চিন্তায় পড়লেও, পরবর্তীতে তাতেই সম্মত হন পাত্রীর বাবাও।তার কথায়, ‘প্রথমে কিছুটা দ্বিধায় থাকলেও প

এবার টিকটকে ভাইরাল নাসির-তামিমা (ভিডিও)

সমস্ত আলোচনা-সমালোচনাকে উড়িয়ে দিয়ে টিকটকে মেতেছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা তাম্মি। সম্প্রতি টিকটকে তাদের কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। যা সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। অবসর সময়ে অনেকে মাতেন টিকটকে। এবার সেই টিকটকে মেতেছেন নাসির ও তামিমা। বাংলা ভিডিও ও হিন্দিও ভিডিওর বেশ কয়েকটিতে ঠোট মিলিয়ে অভিনয় করেছেন এই দম্পতি। ভিডিওতে তাদের খুনসুটি করতেও দেখা গেছে। এই দম্পতির করা টিকটক ভিডিওটি অনেকেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। কমেন্টে কেউ তাদের শুভ-কামনা জানিয়েছেন কেউবা আবার তাদের সমালোচনা করেছেন। তবে এতো কিছুর পরেও থেমে থাকেনি তারা। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে উত্তরার একটি রেস্তোরাঁয় স্বল্প পরিসরে পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে আকদ সম্পন্ন করেন ক্রিকেটার নাসির হোসেন। পরে ২০ ফেব্রুয়ারি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেন তারা। নাসিরের সহধর্মিণীর নাম তামিমা তাম্মি। গ্রামের বাড়ি টাঙ্গাইল। পেশায় বিমানের কেবিন ক্রু। কাজ করেন সৌদি এয়ারলাইন্সে। পারিবারিকভাবেই তাম্মির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন নাসির।’ গত বছরের সেপ্টেম্বরে একজন তরুণীকে নিয়ে নিজের ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন নাসির। যদিও মিন

পুত্র সন্তান নিয়ে সাকিব-শিশিরের আবেগঘন স্ট্যাটাস

ছেলে সন্তানের বাবা হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান। দুই কন্যা সন্তানের পর এবার পুত্র সন্তানের বাবা হয়েছে জাতীয়দলের এ তারকা ক্রিকেটার। পুত্র সন্তান এবং শিশির উভয়ের ভালো আছেন বলে জানিয়েছেন সাকিব। মঙ্গলবার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে সাকিব আল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। ফেসবুক পোষ্টে সাকিব লিখেছেন, ‘আনন্দের সাথে আপনাদের সবাইকে জানাচ্ছি যে, সোমবার (১৫ মার্চ) মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের কোলজুড়ে এসেছে ফুটফুটে একটি পুত্র সন্তান। আলায়না ও এরাম দেখা পেয়েছে তাদের ছোট ভাইয়ের। শিশির ও নবজাতক দুজনই সুস্থ আছে। সকল শুভকামনা ও প্রার্থনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য সবাই দু’আ করবেন।’ এদিকে পুত্র সন্তানের জননী হওয়ার আনন্দে ভাসছেন সাকিবপত্নী শিশির। সামাজিক যোগাযোগ মাধ্যমে মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে একটি স্ট্যাটাসে শিশির তার আনন্দের কথা জানান। স্ট্যাটাসে শিশির লেখেন, ‘দুটি সুন্দর রাজকন্যার পর এবার সুদর্শন যুবরাজ। আলহামদুলিল্লাহ, আমরা এরচেয়ে ভাল জীবন কল্পনাও করতে পারি না! আমাদের জুনিয়রের জন্য ভালবাসা শুভেচ্ছার জন্য আপনাদের ধন্যবাদ!’ সন্তানসম্ভবা স্ত্রীর পাশে

মাত্র পাওয়াঃ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

মহামারি প্রকট আকার ধারণ করায় করোনা পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়, প্রাদুর্ভাব বেড়ে গেলে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। সোমবার (১৫ মার্চ) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মাস্ক পরা বাধ্যতামূলক করতে মোবাইল কোর্ট করার ব্যাপারে সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রতিটি হাসপাতালে করোনা ইউনিটকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। মানুষের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস কাজ করছে, এটি উদ্বেগজনক উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে করোনায় মৃত্যুর হার হঠাৎ করে বেড়ে যাওয়ার ঘটনায় সরকার সতর্ক, মানুষ স্বাস্থ্যবিধি না মানাই মূল কারণ। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে শেষে জানান, আগামী ৩০ মার্চ দেশের সব স্কুল-কলেজ খুলে দেওয়া হবে। তবে, গত শুক্রবার (১২ মার্চ) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, করোনা সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে। তিনি বলেন, এ বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছ

পুত্র সন্তানের বাবা হলেন সাকিব

পুত্র সন্তানের বাবা হলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। দুই মেয়ের পর এবার পুত্র সন্তানের বাবা হয়েছে জাতীয় দলের এ তারকা ক্রিকেটার। মঙ্গলবার (১৬ মার্চ) যুক্তরাষ্ট্রের স্থানীয় একটি হাসপাতালে ছেলে সন্তান প্রসব করেছেন সাকিবের স্ত্রী শিশির।সাকিব জানিয়েছেন, তিনি ছেলে সন্তানের বাবা হয়েছেন এবং মা-ছেলে দুজনই ‍সুস্থ রয়েছেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে গত মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাকিব। তবে পুত্র সন্তানের নাম কি রাখা হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। ২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিয়ের পর ২০১৫ সালের ৮ নভেম্বর প্রথমবারের মত কন্যা সন্তানের বাবা হয়েছিলেন সাকিব আল হাসান। সাকিবের প্রথম সন্তানের নাম রাখা হয় আলাইনা হাসান অব্রি। এর পাঁচ বছর পর দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হন তিনি। দ্বিতীয় কন্য সন্তানের নাম রাখেন ইররাম হাসান। এর আগে বছরের শুরুতে ফেসবুকে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে একটি ছবি পোস্ট করে ভক্তদের শুভেচ্ছা জানান সাকিব। ছবিটিতে এই দম্পতির সংসারে নতুন অতিথি আসার আভাস দেওয়া হয়

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মমতায় ভরা সুন্দর একটি ঘটনা , অসুস্থ বাচ্চাকে নিয়ে হাসপাতালে হাজির বিড়াল মা !

হৃদয় জমে ক্ষীর হয়ে যাওয়ার মতই একটা সুন্দর ঘ’টনা ঘ’টেছে তুরস্কের ইস্তাম্বুলের একটি হাসপাতালে। পথের ধারের একটি মা বিড়াল তার অসুস্থ শিশুকে নিয়ে হাজির হয়েছে সেখানে।ভাগ্য ভালো যে, বিড়ালটি একেবারে সঠিক জায়গাতেই তার সন্তানকে নিয়ে হাজির হয়েছে। ঠিক হাসপাতালটির ডাক্তার নার্সদের কাছেই বিড়ালটি তার শিশুকে মুখে করে নিয়ে যায়। ডাক্তাররাও হতা’শ করেননি। চরম পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। ছোট্ট কটন বলের মত সুন্দর আর নরম বিড়ালছানাটিকে তারা তু’লে নিয়েছেন কোলে। পরীক্ষা করে দেখেছেন, বিড়ালটির বিশেষ কোন সমস্যা আছে কিনা। সঙ্গে তাদেরকে কিছু দুধ আর খাবার দিয়ে আপ্যায়নও করা হয়। এসব পেয়ে তারাও একটু শান্ত হয়।মা ও ছানা উভয়েরই স্বাস্থ্য ঠিক আছে বলে জানা গেলেও পরে তাদের পশু ডাক্তারের কাছেও পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।মেরভ ওযকান নামের একটি টুইটার একাউন্ট থেকে এই বিড়াল মা ও বিড়ালছানার ছবি পোস্ট করা হয়। এরপর থেকেই ভাইরাল হয়ে পড়ে ঘ’টনাটি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 

যেভাবে গ্যাস থেকে সৃষ্ট পেট ব্যথা দূর করবেন

খাবারের অনিয়ম বা জীবনযাপন পদ্ধতি পরিবর্তনের কারণে অনেকেই গ্যাস থেকে সৃষ্ট পেট ব্যথা ভোগেন। অনেক সময় এমন ব্যথা মা’রাত্ম’ক আকার ধারণ করে। এjতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। গ্যাসের ব্যথা কমাতে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন- ব্যায়াম : গ্যাসের ব্যথা কমাতে কিছু ব্যায়াম করতে পারেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ব্যায়াম করলে গ্যাসের ব্যথা কিছুটা হলেও নিরাময় হয়। এজন্য মেঝেতে উপুর হয়ে বসে পা দুটি সাইকেল চালানোর মতো রেখে হাত দুটি পাশে রাখুন। বড় করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে ছাড়ুন। এতে গ্যাস থেকে মুক্তি পাবেন। খাওয়ার পরে কিছুটা হাঁটলেও গ্যাসের সমস্যা কমে। এছাড়া গ্যাসের সমস্যা কমাতে নিয়মিত যোগব্যায়াম করতে পারেন। পুদিনা পাতা : গবেষণায় দেখা গেছে, পুদিনা পাতার তেল ডায়রিয়া, গ্যাস, কোষ্ঠকাঠিন্য দূর করতে ভূমিকা রাখে। পুদিনা পাতায় থাকা অ্যান্টিপেসমোডিক গুণাগুণ পেটের ব্যথা কমাতে সাহায্য করে। যারা নিয়মিত গ্যাসের ব্যথায় ভোগেন তারা খাওয়ার আধঘন্টা আগে পুদিনা পাতার ক্যাপসুল খেতে পারেন। গ্যাসের ব্যথা নিরাময়ে এই পাতার রস, তেলও খেতে পারেন। হিট প্যাড : কিছু গবেষণা বলছে, হিটিং প্যাড ব্যবহার করলে অতিরিক্ত গ

দিঘার সমুদ্রে ধরা পড়লো ৬০০ কেজি ওজনের হাঙ্গর’ দাম ৮০ হাজার।

সমুদ্রে মাছ ধ’রাকালীন প্রায়শই মৎস্যজীবীদের জালে বড়ো বড়ো সামুদ্রিক মাছ উঠে আসে। সেই সামুদ্রিক মাছ নিলামে বেশ ভালো দরেই বিক্রি হয়ে থাকে। এবারেও কিন্তু তার অন্যথা হলো না।  সম্প্রতি দিঘায় মৎস্যজীবীদের জালে ধ’রা পড়েছে বিশাল আকৃতির এক হা’ঙ্গর! প্রায় ৬০০ কেজি ওজনের ওই হা’ঙ্গরকে দানবের স’ঙ্গে তুলনা করলেও কিছু বেশি বলা হয় না। মৎস্যজী.বীদের জালে এই বিশাল আকৃতির হা’ঙ্গর ধ’রা পড়তেই দীঘার সমুদ্র সৈকতে নিমেষের মধ্যে খবর ছড়িয়ে যায়। হা’ঙ্গর দেখতে সমুদ্র সৈকতে ভিড় জমান পর্যটকরা এবং স্থানীয়রা। হা’ঙ্গর দেখতে সমুদ্র সৈকতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। উৎসাহী মানুষদের মধ্যে হাঙরের ছবি ক্যামেরা বন্দী করার হিড়িক পড়ে যায়। দানব আকৃতির মাছ উ’দ্ধারকে কেন্দ্র করে এদিন দীঘার সমুদ্র সৈকতে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।এদিকে সমুদ্রগ’র্ভ থেকে দানব আকৃতির সামুদ্রিক হাঙর উ’দ্ধার করার পর মৎস্যজীবীরা সেটিকে দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে আসেন। সেখানেই হাঙরটিকে কেন্দ্র করে দীর্ঘক্ষন দরাদরি চলে। শেষমেষ সিরাজ খান নামক এক ব্যবসায়ী মৎস্যজীবীদের থেকে মাছটি কিনে নেন। ৮০ হাজার টাকার বিনিময়ে মৎস্যজীবীদের থেকে