সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ইভ্যালির ৭টি গাড়ি নিলামে

 দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি o গাড়ি নিলামে তোলা হচ্ছে। ইভ্যালির ব্যবস্থাপনায় হাইকোর্ট গঠিত বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব কবীর আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নিলাম আহ্বান করেছেন। আগামী ১০ ফেব্রুয়ারি গাড়িগুলোর নিলাম হবে। নিলাম বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ইভ্যালির মালিকানাধীন একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সি এইচ আর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস আপাতত নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির ন্যূনতম নিলাম মূল্যও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। ২০২০ সালে তৈরি রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ইভ্যালির ধানমন্ডির উইন্সকোর্ট অফিস থেকে এ নিলামের নিবন্ধন কার্ড নিতে পারবেন। ৬ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নিলামের দরপত্র জমা দেওয়া যাবে। ৫ ও ৬

প্রকাশ্যে ৮০ ঘা বেত্রাঘাত সমকামী দুই যুবককে

সমকামীতার চরম শাস্তি দেওয়া হল দুই যুবককে। প্রকাশ্যে ৮০বার বেত্রাঘাত করা হল। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার আচে প্রদেশে। যেখানে আইনের শাসন চলে না।  চলে শরিয়ত আইন।জানা গিয়েছে, গত নভেম্বর মাসে একই ঘরে দুজনকে অর্ধনগ্ন অবস্থায় দেখে ফেলেছিলেন তাঁদের বাড়ির মালিক। এরপরই দুজনকেই গ্রেপ্তার করা হয়।  শেষপর্যন্ত শরিয়ত আইন অনুযায়ী, বৃহস্পতিবার সকালে প্রকাশ্যেই তাদের বেত্রাঘাত করা হয়। দর্শকাসনে হাজির ছিল তাদের পরিবারের সদস্যরাও। ছেলের উপর অত্যাচার দেখতে দেখতে জ্ঞান হারায় এক যুবকের মা।  রেহাই দেওয়ার আরজি জানাচ্ছিলেন বারবার। কিন্তু তাতেও নরম হননি শাস্তিপ্রদানকারীরা। বারবার আচে প্রদেশের এই আইন বিলোপ করার দাবি জানিয়েছেন বিদ্বজ্জনেরা। কিন্তু এখনও প্রচলিত আছে সেই আইন।

পুরুষের শুক্রাণুর গুণগত মান কমাতে পারে কোভিড-১৯, প্রকাশ সমীক্ষায়

করোনার ফল হতে পারে সুদূরপ্তসারী। করোনা হলে পুরুষের ক্ষেত্রে কমে যেতে পারে শুক্রাণুর গুণাগুণ। সম্প্রতি গবেষণায় এমনই তথ্য পেয়েছেন ফ্রান্সের বিজ্ঞানীরা। এছাড়া প্রাণঘাতী এই ভাইরাস পুরুষদের মধ্যে ফার্টিলিটি ক্ষমতাও হ্রাস করতে পারে। বর্তমানে সারা বিশ্বে থাবা বসিয়েছে করোনা ভাইরাস। প্রায় ২২.২ মিলিয়ন মানুষ এর প্রকোপে পড়েছেন। সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন শুক্রাণু কোষের মৃত্যু ঘটাতে পারে করোনা। এছাড়া জ্বালা এবং তথাকথিত অক্সিডেটিভ স্ট্রেসকে বাড়িয়ে তুলতে পারে এই ভাইরাস।  গবেষকরা শুক্রবার একটি জার্নালে এই খবর জানিয়েছেন। লিখেছেন, 'এই আবিষ্কার প্রথম প্রত্যক্ষ ও পরীক্ষামূলক প্রমাণ করেছে যে পুরুষের প্রজনন ক্ষমতার ক্ষতি করতে পারে কোভিড-১৯।' এছাড়া বিশেষজ্ঞরা এও গবেষণা করে জানিয়েছেন যে, পুরুষদের মধ্যে উর্বরতার সঙ্গে আপোস করার ক্ষমতাও রয়েছে ভাইরাসটির। কোভিড -১৯ বিশেষত বয়স্ক ব্যক্তিদের এবং কারোর আভ্যন্তরীর শারীরিক সমস্যা থাকলে তাদের শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণ হয়। ২০১৯ সালের শেষের দিকে মধ্য চিনে এই রোগের উদ্ভবের পর থেকে বিশ্ব ১০০ মিলিয়নেরও বেশি মানুষ এই ভাইরাসের কবলে পড়েছেন।  শ্বাস প্র

মার্চে ইরাক সফরে যাচ্ছেন পোপ ফ্রান্সিস

ফাইল চিত্র পোপ ফ্রান্সিস আগামী মার্চ মাসে ইরাক সফর করবেন। দেশ সফরকালে তিনি ইরাকের শীর্ষ শিয়া আলেম আয়াতুল্লাহ আলী আল-সিস্তানির সাথে সাক্ষাত করবেন।  পোপ ফ্রান্সিসের এটি ইরাকে প্রথম ভ্রমণ। বৃহস্পতিবার এক খ্রিস্টান ধর্মীয় নেতা এ কথা জানিয়েছেন। নিউজ এএফপি। ইরাকের চ্যালডিয়ান ক্যাথলিক চার্চের যাজক লুই স্যাকো বলেছিলেন, এটি কোনও আনুষ্ঠানিক বৈঠক নয়, তবে এই দুই ধর্মীয় নেতার মধ্যে একান্ত বৈঠক ছিল।  স্যাকো বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন যে দু'জন ব্যক্তিত্ব বিশ্ব শান্তি ও ভ্রাতৃত্বের উন্নয়নের জন্য একটি নথিতে স্বাক্ষর করবেন। 2019 সালে, ফ্রান্সিস সুন্নি ইমাম শেখ আহমেদ আল-তায়েবের সাথে এ জাতীয় চুক্তি করেছিলেন। পোপ ফ্রান্সিস থেকে মার্চ পর্যন্ত মোট তিন দিন ইরাকে থাকবেন তিনি হযরত ইব্রাহিম (আ।) - এর তথাকথিত জন্মস্থান উর, মোসুল এবং বাগদাদ সফর করবেন। ইরাকে একসময় দেড় লক্ষ খ্রিস্টান ছিল। তবে বিভিন্ন কারণে এখন তা নেমে এসেছে ৪০ লাখ।

শীতের দাপুটে ব্যাটিং রাজ্যে, কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রির নীচে! রয়েছে মেঘ-বৃষ্টির পূর্বাভাসও

এদিন ফের সকাল থেকেই শীতের ধারালো কামড় বসেছে কলকাতা তথা দক্ষিণবঙ্গবাসীর গায়ে। লেপের আদর সরিয়ে বেরোনোর অপেক্ষা, কুয়াশা আর উত্তুরে হাওয়ার যৌথ আক্রমণ কাঁপিয়ে দিয়েছে অনেককেই। দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেও আজ ঘন কুয়াশার দাপট।  তার উপরে পশ্চিমের জেলাগুলিতে, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামীকাল মেঘলা আকাশ থাকবে, সামান্য বাড়তে পারে তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি কম।  গতকাল বিকেলে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে দু'ডিগ্রি কম।  বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোনও বৃষ্টি হয়নি। আজ অবশ্য শহর কলকাতায় অন্য দিনের তুলনায় কম ছিল কুয়াশার ঘনত্ব।  পরের দিকে আরও পরিষ্কার হয় আকাশ। তবে পারদ কিন্তু নিম্নমুখীই। উত্তরবঙ্গ অবশ্য আরও ৪৮ ঘণ্টা ছেয়ে থাকবে ঘন কুয়াশায়। দৃস্যমানতা নামতে পারে ৫০ মিটারে। আবহাওয়া দফতর বলছে, রবিবার ফের নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে দক্ষিণবঙ্গে।  ফলে ফের আবহা

তেলিয়ামুড়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল পঞ্চাশোর্ধ মহিলার

বন্য হাতির আক্রমণে প্রাণ গেল এক পঞ্চাশোর্ধ মহিলার। ওই ঘটনায় খোয়াই জেলায় তেলিয়ামুড়া মহকুমায় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অধীন উত্তর মহারাণীপুর এলাকায় জনমনে আতঙ্ক ও ক্ষোভ উভয়ই দেখা দিয়েছে। খিলিংতি দেববর্মার মৃতদেহ বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে। আগামীকাল ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৪টা নাগাদ উত্তর মহারাণীপুর এলাকা থেকে একটি টিআর ০১ বি ৪১৬১ নম্বরের একটি যাত্রীবাহী গাড়ি তেলিয়ামুড়ার দিকে যাচ্ছিল। উত্তর মহারাণীপুর এসপিও ক্যাম্প সংলগ্ণ এলাকায় হটাত্‍ একটি বন্য হাতি গাড়ির সামনে সে পরে এবং তাণ্ডব শুরু করে।  হাতির তাণ্ডব দেখে গাড়ির যাত্রীরা আত্মরক্ষায় পালিয়ে যান। কিন্তু, খিলিংতি দেববর্মা গাড়ি থেকে বের হতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্য হাতি খিলিংতি দেববর্মা-কে সুর দিয়ে আঘাত করে। তাতে, ওই মহিলা অচৈতন্য হয়ে পড়েন। কিছুক্ষন পর স্থানীয় জনগণ মশাল নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন ওই মহিলা অচৈতন্য হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে দমকল বাহিনী-কে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা এসে মহিলাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে

কুয়াশার দাপটে দিল্লিতে জনজীবন বেহাল, ঠাণ্ডায় কাবু পঞ্জাব-হরিয়ানা

কাঁপুনি ধরিয়ে দেওয়া ঠাণ্ডা ও কুয়াশার দাপট থেকে থেকে নিস্তার নেই রাজধানীর। দিল্লিতে গত কয়েকদিনের মতো শুক্রবার সকালেও কুয়াশাচ্ছন্ন রাস্তায় স্তব্ধ হয়েছে যানবাহনের গতি। একই অবস্থা ছিল উত্তর ভারতের অন্যান্য রাজ্যগুলিতেও।  এদিন সকালে কুয়াশার চাদরে ঢাকা ছিল পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ প্রভৃতি রাজ্যগুলি। শুক্রবারও দৃশ্যমানতার অভাবে দেরিতে চলাচল করেছে ২৭টি ট্রেন। উত্তর রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ২৯ জানুয়ারি (শুক্রবার) দৃশ্যমানতার অভাবে দেরিতে চলাচল করেছে ২৭টি ট্রেন। কুয়াশার দাপট এতটাই বেশি ছিল যে, শুক্রবার সকালে দিল্লির বিভিন্ন প্রান্তে স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছিল না। কুয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লির পঞ্জাবি বাগ, দিল্লি সংলগ্ন গাজীপুর, ইন্ডিয়া গেট, সিংঘু সীমা-প্রভৃতি এলাকা।  ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, শুক্রবার সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল পঞ্জাব, হরিয়ানা, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ এবং বিহার। তুলনামূলক কম কুয়াশা ছিল চন্ডীগড়, দিল্লি, সিকিম ও ত্রিপুরা।

৫০ হাজার টাকা দিয়েও ‘প্রধানমন্ত্রীর ঘর না পেয়ে’ নাজমার আ’ত্ম’হ’ত্যা

দীর্ঘ চার বছর যাবত চেয়ারম্যানের কাছে ঘুরেও ঘর জুটলো না নাজমা ওরফে পাগলীর (৫৫)। দেড় বছর ধরে ৫০ হাজার টাকা দিয়েও সরকারি বরাদ্দকৃত ঘর না পেয়ে চেয়ারম্যানকে আ”ত্ম”হ”ত্যা”র হু”ম”কি দিয়েছিলেন ওই মহিলা। আজ  সেটাই সত্যি হলো। মঙ্গলবার বিকাল ৫টায় আ”ত্ম”হ”ত্যা করলেন গুচ্ছগ্রামের রজবের স্ত্রী এবং নুরে আলমের মা নাজমা। বি”ষ খাওয়ার পর গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।  ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ৩নং ওয়ার্ড মেম্বার আব্দুর রশিদের মাধ্যমে গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তালেবকে ৫০ হাজার টাকা দিয়েছেন ওই নারী। এ বিষয়ে গজারিয়ার প্রশাসনের সবার কাছে অভিযোগ দিয়েও কোনো বিচার পাননি তিনি। এমনকি ঘরও পাননি এবং তার দেয়া ৫০ হাজার টাকাও ফেরত পাননি। এই দু:খ-কষ্টে, রাগে-ক্ষো’ভে নি:স্ব ওই মহিলা শেষে আ”ত্ম”হ”ত্যা”র পথটি বেঁছে নিলেন। ইতিপূর্বে ৯নং ওয়ার্ড মেম্বার দানেশের মাধ্যমেও প্র’তি’ব’ন্ধী ভানু বেগমের কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়ে সরকারি ঘর বরাদ্দ দিয়েছিলেন গজারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তালেব। এ বিষয়ে পত্রপত্রিকায় সং

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মমতায় ভরা সুন্দর একটি ঘটনা , অসুস্থ বাচ্চাকে নিয়ে হাসপাতালে হাজির বিড়াল মা !

হৃদয় জমে ক্ষীর হয়ে যাওয়ার মতই একটা সুন্দর ঘ’টনা ঘ’টেছে তুরস্কের ইস্তাম্বুলের একটি হাসপাতালে। পথের ধারের একটি মা বিড়াল তার অসুস্থ শিশুকে নিয়ে হাজির হয়েছে সেখানে।ভাগ্য ভালো যে, বিড়ালটি একেবারে সঠিক জায়গাতেই তার সন্তানকে নিয়ে হাজির হয়েছে। ঠিক হাসপাতালটির ডাক্তার নার্সদের কাছেই বিড়ালটি তার শিশুকে মুখে করে নিয়ে যায়। ডাক্তাররাও হতা’শ করেননি। চরম পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। ছোট্ট কটন বলের মত সুন্দর আর নরম বিড়ালছানাটিকে তারা তু’লে নিয়েছেন কোলে। পরীক্ষা করে দেখেছেন, বিড়ালটির বিশেষ কোন সমস্যা আছে কিনা। সঙ্গে তাদেরকে কিছু দুধ আর খাবার দিয়ে আপ্যায়নও করা হয়। এসব পেয়ে তারাও একটু শান্ত হয়।মা ও ছানা উভয়েরই স্বাস্থ্য ঠিক আছে বলে জানা গেলেও পরে তাদের পশু ডাক্তারের কাছেও পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।মেরভ ওযকান নামের একটি টুইটার একাউন্ট থেকে এই বিড়াল মা ও বিড়ালছানার ছবি পোস্ট করা হয়। এরপর থেকেই ভাইরাল হয়ে পড়ে ঘ’টনাটি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 

যেভাবে গ্যাস থেকে সৃষ্ট পেট ব্যথা দূর করবেন

খাবারের অনিয়ম বা জীবনযাপন পদ্ধতি পরিবর্তনের কারণে অনেকেই গ্যাস থেকে সৃষ্ট পেট ব্যথা ভোগেন। অনেক সময় এমন ব্যথা মা’রাত্ম’ক আকার ধারণ করে। এjতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। গ্যাসের ব্যথা কমাতে ঘরোয়া কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন। যেমন- ব্যায়াম : গ্যাসের ব্যথা কমাতে কিছু ব্যায়াম করতে পারেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ব্যায়াম করলে গ্যাসের ব্যথা কিছুটা হলেও নিরাময় হয়। এজন্য মেঝেতে উপুর হয়ে বসে পা দুটি সাইকেল চালানোর মতো রেখে হাত দুটি পাশে রাখুন। বড় করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে ছাড়ুন। এতে গ্যাস থেকে মুক্তি পাবেন। খাওয়ার পরে কিছুটা হাঁটলেও গ্যাসের সমস্যা কমে। এছাড়া গ্যাসের সমস্যা কমাতে নিয়মিত যোগব্যায়াম করতে পারেন। পুদিনা পাতা : গবেষণায় দেখা গেছে, পুদিনা পাতার তেল ডায়রিয়া, গ্যাস, কোষ্ঠকাঠিন্য দূর করতে ভূমিকা রাখে। পুদিনা পাতায় থাকা অ্যান্টিপেসমোডিক গুণাগুণ পেটের ব্যথা কমাতে সাহায্য করে। যারা নিয়মিত গ্যাসের ব্যথায় ভোগেন তারা খাওয়ার আধঘন্টা আগে পুদিনা পাতার ক্যাপসুল খেতে পারেন। গ্যাসের ব্যথা নিরাময়ে এই পাতার রস, তেলও খেতে পারেন। হিট প্যাড : কিছু গবেষণা বলছে, হিটিং প্যাড ব্যবহার করলে অতিরিক্ত গ

দিঘার সমুদ্রে ধরা পড়লো ৬০০ কেজি ওজনের হাঙ্গর’ দাম ৮০ হাজার।

সমুদ্রে মাছ ধ’রাকালীন প্রায়শই মৎস্যজীবীদের জালে বড়ো বড়ো সামুদ্রিক মাছ উঠে আসে। সেই সামুদ্রিক মাছ নিলামে বেশ ভালো দরেই বিক্রি হয়ে থাকে। এবারেও কিন্তু তার অন্যথা হলো না।  সম্প্রতি দিঘায় মৎস্যজীবীদের জালে ধ’রা পড়েছে বিশাল আকৃতির এক হা’ঙ্গর! প্রায় ৬০০ কেজি ওজনের ওই হা’ঙ্গরকে দানবের স’ঙ্গে তুলনা করলেও কিছু বেশি বলা হয় না। মৎস্যজী.বীদের জালে এই বিশাল আকৃতির হা’ঙ্গর ধ’রা পড়তেই দীঘার সমুদ্র সৈকতে নিমেষের মধ্যে খবর ছড়িয়ে যায়। হা’ঙ্গর দেখতে সমুদ্র সৈকতে ভিড় জমান পর্যটকরা এবং স্থানীয়রা। হা’ঙ্গর দেখতে সমুদ্র সৈকতে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। উৎসাহী মানুষদের মধ্যে হাঙরের ছবি ক্যামেরা বন্দী করার হিড়িক পড়ে যায়। দানব আকৃতির মাছ উ’দ্ধারকে কেন্দ্র করে এদিন দীঘার সমুদ্র সৈকতে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।এদিকে সমুদ্রগ’র্ভ থেকে দানব আকৃতির সামুদ্রিক হাঙর উ’দ্ধার করার পর মৎস্যজীবীরা সেটিকে দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে আসেন। সেখানেই হাঙরটিকে কেন্দ্র করে দীর্ঘক্ষন দরাদরি চলে। শেষমেষ সিরাজ খান নামক এক ব্যবসায়ী মৎস্যজীবীদের থেকে মাছটি কিনে নেন। ৮০ হাজার টাকার বিনিময়ে মৎস্যজীবীদের থেকে